ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

নারায়ণগঞ্জে ২ যুবককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
২৫ মার্চ ২০২৩, শনিবার

নারায়ণগঞ্জে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবিতে ২ যুবককে অপহরণের ১৮ ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মাজাহারুল ইসলাম। উদ্ধার হওয়া যুবকরা হলেন ফতুল্লার শিয়াচর সাউথ কমিউনিটি সেন্টার সংলগ্ন মৃত কাজী আবু তাহেরের পুত্র  ইয়াসীন (৪৩) ও শিয়াচর হাজী বাড়ীর শামীম মিয়ার ভাড়াটিয়া আব্দুল খালেক তালুকদারের পুত্র মনির (৩৬)। অপহৃত ইয়াসীনের বড় ভাই কাজী মো. ইদ্রিস বাদী হয়ে গতকাল গ্রেপ্তারকৃত মাজহারুলসহ ৭ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। এর আগে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ফতুল্লা দাপা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন চন্দ্রা বাড়ির ভিতরে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাজহারুল ইসলাম ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর আনোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া মো. সাইদুর রহমানের পুত্র। মামলায় উল্লেখ্য করা হয়, ইয়াসীন ও মনির বুধবার রাত সাড়ে ১০টার দিকে বাসায় যাবার পথে শারজাহান রোলিং মিলস খাঁ বাড়ীর সামনে পৌঁছানো মাত্র মাজহারুল, অপহরণকারী চক্রের মূলহোতা কামরুল (২২), আল আমিন (২৪), রাসেল (২১), মমিন (২১), তারেক (২৫), রবিন (২৭) সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন দেশীয় তৈরি ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ইয়াসীন ও মনিরকে পরিত্যক্ত  চন্দ্রাবাড়ীর ঘরে নিয়ে আটকে রেখে হাত-পা বেঁধে মারধর করে। একপর্যায়ে মনিরের ফোন দিয়ে বাদীর ভাই অপহৃত ইয়াসীনের ছেলে রায়হানে (১৬)’র নিকট ৫ লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে। পরে বিষয়টি ফতুল্লা মডেল থানা পুলিশকে লিখিতভাবে জানানো হয়।

বিজ্ঞাপন
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, অভিযোগের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় অপহরণকারী চক্রের এক সদস্যকে। গ্রেপ্তারকৃতকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। জড়িত অপর আসামিদের  গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status