বাংলারজমিন
নাটোরে ইউপি মেম্বারের ইফতার সামগ্রী বিতরণ
নাটোর প্রতিনিধি
২৫ মার্চ ২০২৩, শনিবার
বাবার আত্মার মাগফিরাত কামনায় রমজানের প্রথম রোজায় অসহায়, গরিবের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন এক ইউপি মেম্বার। মোট ১০১ জনের মধ্যে ইফতারসামগ্রী হস্তান্তর করা হয়। গতকাল সকালে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া বাজার এলাকায় নিজ বাড়িতে এই আয়োজন করেন ইউপি সদস্য মাসুদ পারভেজ সোহাগ। সোহাগ জানান, তার বাবা একজন সমাজসেবক ছিলেন। তিনি জীবিত থাকতে অসহায়দের পাশে সবসময়ই দাঁড়াতেন। তারই ধারাবাহিকতায় অন্যান্য বছরের মতো এবারো এই আয়োজন করা হয়েছে। তিনি জানান, ইফতার ও খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল, চিনি, তেল, খেজুর ও ছোলা রয়েছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোহাম্মদ ওয়াসিক লাকী, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন ও সমাজসেবক লোকমান কবীর হিমু।