ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

আমতলীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আমতলী (বরগুনা) প্রতিনিধি
২৫ মার্চ ২০২৩, শনিবার
mzamin

বরগুনার আমতলীতে শুক্রবার  বেলা ১১টায় চাঁদাবাজি, মিথ্যা মামলা ও হুমকি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আড়পাঙ্গাশিয়া বাজারের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, আড়পাঙ্গাশিয়া বাজারের পূর্বপাশে পানি উন্নয়ন বোর্ডের একটি  জলাশয়  ৩ বছরের জন্য ইজারা নেয় রোজি বিশ্বাস নামক এক নারী, যার মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালে। ইজারা নেয়ার পর জলাশয়ের পাশে ও পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমিতে  অনেকের ঘরবাড়ি ও ব্যবসায়ীদের দোকান ঘর রয়েছে। এই পুরাতন ঘরগুলো মেরামতের কাজ শুরু করলেই রোজি বিশ্বাসকে ৫০ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত দিতে হয়। নতুবা মিথ্যা মামলা হুমকি ধামকি দিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়। ২০২২ সালে ইজারার মেয়াদ শেষ হওয়ার পরও রোজি বিশ্বাস প্রতিনিয়ত ব্যবসায়ীদের কাছে চাঁদা চেয়ে যাচ্ছেন। চাঁদা না দিলে দোকানপাট  ঘরবাড়ি উচ্ছেদ করার হুমকি প্রদান করেন। বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে  চাঁদাবাজির অভিযোগে রোজি বিশ্বাসের বিরুদ্ধে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর অভিযোগও দিয়েছেন আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের  ইউপি সদস্য ও ব্যবসায়ী মো. বশির হাওলাদারসহ বাজারের ৫০ জন ব্যবসায়ী। জানা গেছে, জলাশয় ইজারা নেয়ার পরে কাউকে এক কলস পানিও নিতে দেয়নি রোজি বিশ্বাস জলাশয় থেকে। ব্যবসায়ীরা রোজি বিশ্বাসের চাঁদাবাজি থেকে তাদের রক্ষার জন্য প্রশাসনের উচ্চ মহলের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

বিজ্ঞাপন
এ ব্যাপারে অভিযুক্ত রোজি বিশ্বাস মুঠোফোনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের  নির্বাহী প্রকৌশলী মো. রাকিব  মুঠোফোনে বলেন, রোজি বিশ্বাসের বিরুদ্ধে ব্যবসায়ীদের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status