ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

গিলাতলা কেডিএ আবাসিকের রাস্তার পাশে ময়লার স্তূপ, ভোগান্তি

গাজী মাকুল উদ্দীন, ফুলতলা (খুলনা) প্রতিনিধি
২৫ মার্চ ২০২৩, শনিবার

নগরীর খানজাহান আলী থানার গিলাতলা কেডিএ আবাসিক এলাকার মূল সড়কের ওপর ময়লা আবর্জনার স্তূপের দুর্গন্ধে পথচারীদের দম বন্ধ হয়ে আসে। আবাসিক এলাকার পরিচ্ছন্নতাকর্মীরা ভ্যানে করে বাসাবাড়ির ময়লা আবর্জনা নিয়ে নির্ধারিত ডাস্টবিনে ফেলছে, কিন্তু ডাস্টবিনের ওই ময়লা অপসারণের কোনো ব্যবস্থা না থাকায় সেটা গড়িয়ে রাস্তার ওপর চলে যাচ্ছে। কয়েকজন টোকাই পচা ময়লার স্তূপ থেকে ভাঙাচোরা প্লাস্টিক, পলিথিন, বোতল ইত্যাদি কুড়িয়ে নেয়ায় যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে তেমনি ময়লাগুলো রাস্তার ওপর চলে আসছে। ফলে নষ্ট হচ্ছে রাস্তার স্বাভাবিক পরিবেশ এবং ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগের উপসর্গ। পথচারীদের দেখা যায়, নাকে রুমাল দিয়ে চলাচল করতে। কেউ কেউ হাত দিয়ে নাকমুখ চেপে ধরে চলাচল করছে। পচা ময়লা আবর্জনার দুর্গন্ধ বাতাসের সঙ্গে মিশে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। ফলে প্রতিদিনই ময়লার ডাস্টবিনের পাশে আবাসিক এলাকায় বসবাসরত বাসিন্দা, এলাকাবাসী, পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়ছে। গিলাতলা আবাসিক এলাকার গৃহিণী সানজিদা আক্তার বলেন, আবাসিকের ডাস্টবিনের ময়লা অপসারণ করা হয় না, দির্ঘদিন ধরে পড়ে থাকা ময়লা আবর্জনার দুর্গন্ধে আবাসিকে বসবাস করার অনুপোযোগী হয়ে পড়েছে। এজন্য আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিজ্ঞাপন
গিলাতলা মাদ্রাসার  শিক্ষার্থী সাজ্জাদ বলেন, বাসা থেকে স্কুলে যাওয়া-আসা করার এটাই মেইন সড়ক, ডাস্টবিনের  ময়লার দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। কোনো রকমে নাক-মুখ চেপে ধরে ময়লার স্তূপ পার হতে হয়। এসব পচা ময়লা আবর্জনার গন্ধের জন্য অনেকে অসুস্থও হয়ে পড়ছে। এমনকি পরিবেশ ব্যাপকভাবে দূষিত হচ্ছে। কর্তৃপক্ষের নিয়মিত ময়লা ডাস্টবিন থেকে সরানোর উদ্যোগ নিতে হবে। সরজমিন দেখা যায়, গিলাতলা আবাসিকের বিভিন্ন বাসাবাড়ির ময়লা পরিছন্নতাকর্মী ভ্যানযোগে নিয়ে এসে ডাস্টবিনে ফেলছে, এ সময় পরিছন্নতাকর্মীর কাছে জানতে চাইলে তিনি জানান, আমাদের কাজ বাসা থেকে ময়লা এনে এখানে ফেলে যাওয়া, তবে ময়লার কোনো বড় গাড়ি এখানে আসে না ময়লা নিতে। এলাকাবাসী নিয়মিত ডাস্টবিন থেকে ময়লা অপরসারণ করে এলাকা দূষণমুক্ত রাখতে কেডিএ’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status