বাংলারজমিন
রংধনু গ্রুপের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
২৫ মার্চ ২০২৩, শনিবার
পবিত্র রমজান উপলক্ষে শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় আওয়ামী লীগ নেতা ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, তেল, চিনি, আলু ও ছোলা। পবিত্র রমজান উপলক্ষে পুরো উপজেলায় ২৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এর ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে গতকাল ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে এ সকল খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল আউয়াল, জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন, আলী আজগর, উপজেলা যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, ইউপি সদস্য জসীমউদ্দিন, সেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন, মহিলা লীগ নেত্রী স্বপ্না আক্তার প্রমুখ। এ সময় আলহাজ রফিকুল ইসলাম বলেন, যেকোনো ধর্মীয় উৎসব, প্রাকৃতিক দুর্যোগ আর অভাবী মানুষের পাশে রংধনু গ্রুপ সব সময় ছিল, আছে এবং থাকবে। ১০ রোজার মধ্যে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় ২৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।