ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নগরকান্দায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

(২ বছর আগে) ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১১:৫২ অপরাহ্ন

mzamin

 নগরকান্দায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেনের সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান।

এর আগে পুলিশ সুপার নগরকান্দা থানা কমপ্লেক্সে নবনির্মিত “ছায়া শীতল” (গোলঘর) এর শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল, পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া প্রমুখ।

সভায় পুলিশ সুপার মোঃ শাহজাহান বলেন, মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যা প্রবণতা রোধকল্পে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণ একসঙ্গে কাজ করতে হবে। এসব বিষয়ে রাজনৈতিক ব্যক্তিদেরকেও কাজ করার আহবান জানান। পরিবারের সদস্যরা যদি তাদের সন্তানদের সম্পর্কে সব সময় খোজ খবর রাখেন তাহলে এসব অপরাধ সমাজ থেকে কমানো যাবে। এলাকাবাসীদের উদ্দেশে বলেন, বাল্যবিবাহ থেকে যেন বিরত থাকেন। যে কোন সহযোগীতায় সরাসরি পুলিশকে জানানোর আহবান জানান পুলিশ সুপার মোঃ শাহজাহান । জনগণের নিরাপত্তাসহ সব ভালো কাজে পুলিশ সহযোগীতা করবে বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন তিনি ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status