ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

ভোলাহাট থানার সাবেক ওসি’র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩, শুক্রবার
mzamin

চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট থানার সাবেক ওসি সেলিম রেজার বিরুদ্ধে বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ তুলেছেন এক নারী উদ্যোক্তা। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ওই নারী এ অভিযোগ করেন। এদিকে, ওই নারীকে নিয়ে থানায় হট্টগোল ও অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্ত সাপেক্ষে ওই ওসিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে তাকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করেছেন কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী উদ্যোক্তা অভিযোগ করেন, ২০২০ সালের শেষদিকে ওসি সেলিম রেজা নাচোল থানার ওসি থাকাকালে আমার সঙ্গে পরিচয় হয়। পরে মামলা সংক্রান্ত কাজে যাওয়া-আসার সূত্রে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। যা পরে প্রেমের সম্পর্কে গড়ায়। পরে বিয়ের আশ্বাস দেখিয়ে জেলা শহরের নাখরাজপাড়ায় ওসি’র ভাড়া করা বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে। তিনি দাবি করেন, বিভিন্ন সময়ে হোটেলে নিয়েও ধর্ষণ করেছেন ওসি। নাচোল থানার পর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিশেষ শাখায় ও ভোলাহাট থানায় কর্মরত থাকাকালেও আমাদের সম্পর্ক ছিল। একপর্যায়ে ওসি’র স্ত্রী আমাদের সম্পর্কের কথা জেনে ফেললে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। প্রথমদিকে ওসি’র সঙ্গে সম্পর্ক স্থাপনের সময় জানায়, তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন এবং আমাকে বিয়ে করতে চান। যার কারণে আমি তার প্রতি সরল বিশ্বাস রেখে এতদূর পর্যন্ত সম্পর্ক নিয়ে গেছি। পরে জানতে পারি, তার স্ত্রীকে ডিভোর্স দেননি। তিনি যোগাযোগ বন্ধ করতে চাইলেও আমি তাকে পেতে যোগাযোগের চেষ্টা অব্যাহত রাখি। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৬ই ফেব্রুয়ারি তাকে বিয়ের দাবিতে ভোলাহাট থানায় যাই। এ সময় আমাকে বেধড়ক মারধর করেন ও পুলিশের অন্য সদস্যরা শারীরিকভাবে নির্যাতন করে। বিয়ের দাবিতে থানায় একাধিকবার অনশন করার কথা জানিয়ে তিনি আরও দাবি করেন, ‘গত ২২শে ফেব্রুয়ারি ভোলাহাট থানায় গেলে ওসি নিজে এবং থানার কনস্টেবল ও ড্রাইভার দিয়ে আমাকে বেধড়ক মারধর করেন। আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেন তারা। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, আজকের আগ পর্যন্ত ওই নারী আমাদের কাছে এমন কোনো লিখিত অভিযোগ দেননি। তবে থানায় বিশৃঙ্খলা হওয়ার একটি ভিডিও ক্লিপ পেয়ে প্রাথমিকভাবে তদন্ত করে ওসি সেলিম রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status