বাংলারজমিন
বাউফলে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩, শুক্রবার
পটুয়াখালীর বাউফলে কিশোর গ্যায়ের ছুরিকাঘাতে মো. মারুফ হোসেন (১৫) ও মো. নাফিজ মোস্তফা আনছারী নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতরা সূর্য্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। হামলাকারীরা একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। গত বুধবার বিকালে ইন্দ্রকুল গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, কয়েকদিন আগে ওই গ্রামে আয়োজিত একটি মাহফিলে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সিয়াম, মারুফ ও নাফিসের সঙ্গে নবম শ্রেণির শিক্ষার্থী রায়হান কাজী, হাসিবুল কাজী, সৈকত, মশিউর রহমান (নাইম) এর সঙ্গে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে নবম শ্রেণির রায়হান, নাঈম ও হাসিবুলসহ কয়েক শিক্ষার্থী বুধবার বিকালে বিদ্যালয় ছুটির পর সিয়াম, মারুফ ও নাফিসকে বিদ্যালয়ের পূর্বপাশে পাঙ্গাশিয়া ব্রিজের উপরে ডেকে নেয়। একপর্যায়ে নবম শ্রেণির ওই শিক্ষার্থীরা ইচ্ছে করে নাফিজের পায়ে পা দিয়ে আঘাত করে ঝগড়ার সৃষ্টি করে। একপর্যায়ে হাসিবুল ছুরিকাঘাত করে নাফিজকে গুরুতর জখম করে। নাফিজকে বাঁচাতে মারুফ ও সিয়াম এগিয়ে আসলে তাদেরকেও ছুরিকাঘাত করে ওই শিক্ষার্থী নামে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে স্থানীয়রা আহত ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাফিজ ও মারুফকে বরিশাল শেরে ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ৭টার দিকে ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। নিহত মারুফ ইন্দ্রকুল গ্রামের মো. বাবুল হওলাদারের ও নাফিজ পশ্চিম ইন্দ্রকুল গ্রামের মো. মিরাজ অনছারীর ছেলে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় নিহত মারুফের মা আছমা বেগম। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, হতাকারীদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। যেভাবেই হোক তাদেরকে আইনের আওতায় আনা হবে।