বাংলারজমিন
ইসলামপুরে নাতির বিরুদ্ধে দাদির সংবাদ সম্মেলন
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩, শুক্রবার
জামালপুরের ইসলামপুরে পৌর শহরের পূর্ব ভেঙ্গুড়া গ্রামে এক পুলিশ সদস্য নাতি আরিফের বিরুদ্ধে জমি বেদখলের পাঁয়তারাসহ মিথ্যা হুমকি-ধামকি ও প্রাণনাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বৃদ্ধা দাদি ধলী বেগম। গতকাল সকালে শহরের পূর্ব ভেঙ্গুড়া গ্রামে ভুক্তভোগীর দাদি ধলী বেগমের পরিবারের সদস্যরা নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার সহোদর নাতি পুলিশ সদস্য আরিফ ফারাজী জালিয়াতি করে জমির দলিল বানিয়ে তার স্বামীর ১০ শতাংশ জমি বেদখলের পাঁয়তারা করছে এবং নানান ধরনের হুমকি-ধামকি দিচ্ছে। তারা ওই পুলিশ সদস্যের সন্ত্রাসী বাহিনীর ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেছেন। এ ব্যাপারে পুলিশ সদস্য আরিফ ফারাজী জানান, আমি কোনো জমি জবরদখলের পাঁয়তারা করিনি। জমিটি আমার ক্রয়কৃত সম্পত্তি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সব মিথ্যা ও বানোয়াট।