বাংলারজমিন
আশুলিয়ায় ডাকাতের গুলিতে পোশাক শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
২৪ মার্চ ২০২৩, শুক্রবারআশুলিয়ায় ডাকাতের গুলিতে তৈরি পোশাক কারখানার এক শ্রমিক মারা গেছেন। গতকাল ভোরে আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকার কামরুল হাসান শাকিলের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে ঘটনাটি ডাকাতি কি-না সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত মফিজুল ইসলাম (২৪) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাসিন্দা। তিনি আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার কামরুল হাসান শাকিলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। বাড়ির মালিক কামরুল হাসান শাকিল বলেন, রাত প্রায় আড়াইটা থেকে ৩টার দিকে আমার বাড়িতে ডাকাত প্রবেশ করে। এ সময় বাড়ির জানালার গ্রিল কাটার শব্দ বুঝতে পেরে আমরা ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করি। সেই চিৎকার শুনে আমাদের বাসার ভাড়াটিয়া মফিজুল ঘর থেকে বের হয়। এরপর বিকট শব্দ শুনতে পাই। পরে পরিস্থিতি বুঝে আমরা ঘর থেকে বের হয়ে দেখি মফিজুলকে গুলি করে ফেলে রেখে গেছে ডাকাতরা। এত রাতে তাকে হাসপাতালে নেয়ার জন্য কোনো গাড়ি না পাওয়ায় মফিজুলকে মোটরসাইকেলে করে নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের ধারণা মফিজুল কোনো এক ডাকাতকে ধরে ফেলায় তারা মফিজুলকে গুলি করে পালিয়ে গেছে। আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ম্যানেজার (অপারেশন) হারুন অর রশিদ জানান, রাত ৩টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় মফিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। এ ছাড়া নিহতের শরীরে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় ছিল। আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি মারা গেছেন। তবে ঘটনাটি ডাকাতি কি-না সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।