বাংলারজমিন
মীরসরাইয়ে বৈদ্যুতিক শকে প্রবাসীকে হত্যা, স্ত্রীসহ আটক ২
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩, শুক্রবারচট্টগ্রামের মিরসরাইয়ে মো. এমদাদুল হক (৪৮) নামে এক প্রবাসীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল নিহতের স্ত্রী নারগিস মোস্তারি ( ৩৬)কে আটক করেছে মীরসরাই থানা পুলিশ। গত বুধবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত এমদাদ উপজেলার দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের মৃত মনছুর আহম্মদের পুত্র। নিহতের ভাই কামাল হোসেন মিরসরাই থানায় স্ত্রী, আইয়ুবসহ কয়েকজনের নামে হত্যা মামলা দায়ের করে। জানা গেছে, এমদাদের সঙ্গে স্ত্রীর দীর্ঘদিনের মনোমালিন্য ছিল। ঘটনার রাতে তার স্ত্রীর পূর্ব পরিচিত স্থানীয় আইয়ুব নবী (২৩) সহ রাতের ভাত খাওয়ার পর সেমাইয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে এমদাদকে খাইয়ে দেয়। এমদাদকে গভীর ঘুমে অবচেতন অবস্থায় ২ জনে মিলে বৈদ্যুতিক শক দিয়ে খুন করে। স্বীকারোক্তি মোতাবেক আইয়ুবকে কমলদহ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নিহতের ছোট ভাই কামাল হোসেন জানান, মঙ্গলবার রাত ২টার দিকে ভাবী ফোন করে জানায় ভাই বিদ্যুৎপৃষ্টে মারা গেছে। সে পুরাতন বাড়ির অদূরে নতুন বাড়ি করে সেখানে বসবাস করছিল। গিয়ে দেখি নিচে ফ্লোরে আমার ভাইয়ের দেহ পড়ে রয়েছে। হাতে ও বুকে দাগ, নাক দিয়ে রক্ত পড়ছে। মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, লাশের হাতে ও বুকে আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহতের স্ত্রী নারগিস খুনের কথা স্বীকার করায় সেসহ ২ জনকে গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রাম কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।