বাংলারজমিন
শ্যামনগরে টর্নেডোর আঘাতে শতাধিক ঘরবাড়ি ধ্বংস
সাতক্ষীরা প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩, শুক্রবার
সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় টর্নেডো আঘাত হেনেছে। গতকাল সকাল ১১টার দিকে হঠাৎ উপজেলার ৬নং রমজাননগর ইউনিয়নের কালিন্চী, খাস খামার, মধ্যপাড়া, গেট পাড়া, কলোনিপাড়াসহ কয়েকটি গ্রামের ওপর দিয়ে প্রচণ্ড গতিতে টর্নেডো আঘাত হানে। শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন জানান, গতকাল সকাল ১১টার দিকে কিছু বুঝে ওঠার আগেই এই টর্নেডো আঘাত হানে। এ ঘটনায় ৫০টির অধিক ঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে। শতাধিক পরিবারের আধা পাকা ও কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া কৈখালী ও মুন্সীগঞ্জ ইউনিয়নেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনা নিশ্চিত করেছেন।