বাংলারজমিন
অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে নান্দাইল ত্রিশাল সড়কের বেইলি ব্রিজ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
২৪ মার্চ ২০২৩, শুক্রবার
ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ সীমান্তে কাঁচামাটিয়া নদীর উপর ভেঙে পড়া একটি বেইলি ব্রিজ কর্তৃপক্ষের অযত্ন ও অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের মনে ক্ষোভের সৃষ্টি হলেও টনক নড়ছে না কতৃপক্ষের। নান্দাইল উপজেলার কানুরামপুর থেকে ত্রিশাল উপজেলার বালিপাড়া পর্যন্ত সড়কটি রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজার এবং নান্দাইল উপজেলার চরশ্রীরামপুর গ্রামের মাঝখানে অবস্থিত কাঁচামাটিয়া নদীর উপর বেশ লম্বা একটি স্টিলের বেইলি ব্রিজ ছিল। পরবর্তীতে সড়কটি প্রশস্ত ও আধুনিকায়ন করা হলে পূর্বে স্থাপন করা সরু বেইলি ব্রিজটি অকার্যকর হয়ে পড়ে। এ কারণে সেখানে একটি পাকা সেতু নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সেই বেইলি ব্রিজের দক্ষিণ পাশে ত্রিশাল-বালিপাড়া-নান্দাইল (কানুরামপুর) সড়কে কাঁচামাটিয়া নদীর উপর সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। ২০১৫ সালের ১০ই ডিসেম্বর ৫ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণ করে ২০১৮ সালের ১৫ই অক্টোবর যান চলাচলের জন্য সেতুটি উদ্বোধন করেন ময়মনসিংহ-৯ নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। নতুন পাকা সেতুটি চালু হবার পর কর্তৃপক্ষ বন্ধ করে দেয় বেইলি ব্রিজের উপর দিয়ে চলাচলের পথটি। ফলে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে সেতুটি। কিছুদিন পরই নড়েবড়ে বেইলি ব্রিজটির মাঝখানটুকু ধসে নদীর পানিতে তলিয়ে যায়। সরজমিন দেখা যায়, সারা বছর কাদা-পানিতে পড়ে থাকায় বেইলি ব্রিজটির পুরো অংশে মরিচা ধরেছে। ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে ব্রিজটির স্টিলের পাতসহ সকল যন্ত্রাংশ। তাছাড়া পানিতে পড়ে থাকায় ব্রিজে বিভিন্ন ধরনের আগাছা ও কচুরিপানা জমে পানি চলাচলের পথে বাধার সৃষ্টি করছে। কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রীতেশ বড়ুয়া জানান, বিষয়টির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।