খেলা
হাসানের ফাইফারে ১০১ রানে অলআউট আয়ারল্যান্ড
স্পোর্টস রিপোর্টার
(২ মাস আগে) ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ২:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:১৮ পূর্বাহ্ন

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বল হাতে তাণ্ডব চালালেন হাসান মাহমুদ। দুর্দান্ত বোলিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার নিলেন টাইগার পেসার। হাসানের আলো ছড়ানো বোলিংয়ে মাত্র ১০১ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। ৮.১ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। ১০ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট পান তাসকিন আহমেদ। ২টি উইকেট পান ইবাদত হোসেন।
আয়ারল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ রান করেন কার্টিস ক্যাম্ফার। ৪৮ বলে ৪ বাউন্ডারিতে ৩৬ রান করেন তিনি। ৩১ বলে ২৮ রান করেন লরকান টাকার। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা। ডাক রয়েছে তিনটি।
রয়ে-সয়ে ১০০ স্পর্শ আয়ারল্যান্ডের
বাংলাদেশের পেস আক্রমণে পর্যদুস্ত আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপ।
পেসারদের তোপে কুপোকাত আয়ারল্যান্ড
৬৮ রানে ৬ উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। সবকটি উইকেটই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ ৩টি, তাসকিন আহমেদ ২ উইকেট নেয়ার পর ইবাদত হোসেনের শিকার লরকান টাকার (২৮) এবং জর্জ ডকরেল (০)। ১৯.৩ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৭৪ রান আয়ারল্যান্ডের।
৪ রানে ৩ উইকেট নিলো বাংলাদেশ
শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে সুবিধা করতে পারছেন না আইরিশরা। টাইগার বোলারদের নৈপুণ্যে দলীয় ১২ রানে প্রথম উইকেট হারানো আয়ারল্যান্ড ২২ থেকে ২৬ রানের মধ্যে হারালো আরো তিন উইকেট। হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদের নৈপুণ্যে সাজঘরে ফিরলেন পল স্টার্লিং (৭), হ্যারি টেক্টর (০) এবং অ্যান্ডি বালবার্নি (৬)। ৯.৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৬ রানে।
প্রথম আঘাত হাসান মাহমুদের
সিরিজ নির্ধারণী ম্যাচে বোলিংয়ে শুভ সূচনা করলেন হাসান মাহমুদ। আয়ারল্যান্ডের প্রথম উইকেট হিসেবে স্টিফেন ডোহেনিকে ফেরালেন টাইগার পেসার। সাজঘরে ফেরার আগে ২১ বলে ১ বাউন্ডারিতে ৮ রান করেন ডোহেনি। ৪.৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ১২ রান।
টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
দ্বিতীয় ওয়ানডেতে পাহাড়সম টার্গেট দিয়েও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। সিরিজ নির্ধারণী ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টিতে। তাই তৃতীয় ওয়ানডেতে নির্ধারিত হবে বিজয়ী। আয়ারল্যান্ডকে সিরিজ হারানোর মিশনে টসে হেরে শুরুতে বোলিংয়ে টাইগাররা।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটরক্ষক), ম্যাথিউ হামফ্রেস, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্ফার, অ্যান্ডি ম্যাকব্রায়ান, মার্ক অ্যাডায়ার এবং গ্রাহাম হিউম।