ঢাকা, ২৮ মে ২০২৩, রবিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৪ হিঃ

খেলা

‘বিশ্বচ্যাম্পিয়ন বলেই সব জিতে নেব, এমন নয়’

স্পোর্টস ডেস্ক

(২ মাস আগে) ২২ মার্চ ২০২৩, বুধবার, ১২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২১ পূর্বাহ্ন

mzamin

বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বজয়ে লিওনেল মেসিদের আত্মবিশ্বাস তুঙ্গে। যে কোনো জায়ান্ট দলের বিপক্ষে হট ফেভারিট আলবিসেলেস্তেরা। সেই হিসেবে পানামা, কিরাসাও তো পুঁচকে প্রতিপক্ষ। তবে কাতারের সাফল্য এক পাশে রেখে দল দু’টির বিপক্ষে মেসিদের নতুন শুরুর আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মনে করিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়ন বলেই সব সহজ হয়ে যায়নি।  

আর্জেন্টিনার বিশ্বজয়ের রেশ এখনও রয়ে গেছে। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতার আসরে অংশগ্রহণ। শুরুতেই সৌদি আরবের কাছে হার। বাজে সূচনার পর একে একে সব চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়ে শিরোপা জয়।

বিজ্ঞাপন
লিওনেল মেসিদের ‘থ্রি স্টার’ মিশন এখনও সিনেমার দৃশ্যের মতো জমে আছে ফুটবলপ্রেমীদের মগজে। বিশ্বকাপ ফাইনালের তিন মাস কেটে গেলেও এখনও সমর্থকদের মুখে মুখে আলবিসেলেস্তেদের বিশ্ব জয়ের গল্প। ভক্তদের মতো আর্জেন্টাইন ফুটবলারদেরও হয়তো একই অবস্থা। আর সুখে মোড়ানো স্মৃতিচারণ করতেই ঘরের মাঠে প্রীতি ম্যাচের মোড়কে পানামা-কিরাসাওয়ের বিশ্বকাপ জয় উদ্যাপন করবেন আর্জেন্টিনার ফুটবলাররা। খর্ব শক্তির দল দু’টির মুখোমুখি হওয়ার আগে পুনর্মিলনীর আমাজে অনুশীলন করেছেন মেসি-ডি মারিয়ারা। পানামার মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। এর অর্থ এই নয় যে,  বিশ্বকাপের বদৌলতে আরও কিছু পাওয়ার অধিকার আছে আমাদের। চ্যাম্পিয়ন হয়েছি বলে সামনের সবকিছু জিতে নেব, বিষয়টা এমন নয়। খেলোয়াড়দের এটা মাথায় রাখতে হবে।’

স্কালোনি বলেন, ‘সবার জন্য বার্তা হলো, নতুন একটি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটাই মাঠের নিয়ম। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় কোনো বাড়তি সুবিধা থাকবে না। নিজেদের কাজ চালিয়ে যেতে হবে। এটা আমাদের কাছে পরিষ্কার যে, আর্জেন্টিনার জার্সি পরলেই আপনি নিজের সেরাটা দিতে পারবেন না। আমরা উদ্যাপন করব। তবে মাঠের কাজটা ঠিকঠাক করতে হবে। আমরা আর্জেন্টিনার জন্য খেলব। কে সেরা, কে দুর্বল সেটা দেখার বিষয় নয়।’
আগামীকাল বুয়েন্স আয়ার্সের এল মনুমেন্তাল স্টেডিয়ামে পানামার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগামী ২৮শে মার্চ মাদ্রে দে সিউদাদেস স্টেডিয়ামে কিরাসাওয়ের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status