ঢাকা, ২৮ মে ২০২৩, রবিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৪ হিঃ

অনলাইন

আরাভ কতো টাকা সম্মানী দিয়েছেন হিরো আলমকে?

প্রতীক ওমর, বগুড়া থেকে

(২ মাস আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১০:১০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১২ অপরাহ্ন

mzamin

হিরো আলম নানা কারণেই মাঝেমধ্যেই দেশের ভিতরে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছেন। সম্প্রতি বগুড়ার দুটি উপনির্বাচনের দেশ বিদেশের মিডিয়ায় তার নাম বারবার উঠে এসেছে। এবার সমালোচনার মুখে পড়েছেন দুবাই সফরে গিয়ে। পুলিশ খুনের মামলার আসামি আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে এ সমালোচনার মুখে পড়েন তিনি। 

গণমাধ্যগুলোতে উঠে আসা ওই অনুষ্ঠান নিয়ে সমালোচনার ঝড় শেষ হতে না হতেই আবার প্রশ্ন উঠেছে অনুষ্ঠানের সম্মানী নিয়ে। ঠিক কতো টাকার বিনিময়ে দুুবাইয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেই পরিসংখ্যান বলতে নারাজ হিরো আলম। তিনি বলেছেন আমি টাকার পরিমাণের কথা কাউকে বলবো না, বলতে চাইনা। 

তিনি কার আমন্ত্রণে মূলত দুবাইয়ে গিয়েছিলেন এমন প্রশ্নের উত্তরে হিরো বলেন, আমি খোদ আরাভ খানের আমন্ত্রণেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তবে অনুষ্ঠানটি মাত্র দশ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। মঞ্চে আমি ছাড়া আর কেউ উঠতে পারেনি। হিরো আলম বলেন, দুবাইতেও আমার এতো পরিমাণ ভক্ত আছে আগে জানতাম না। আমাকে দেখার জন্য সেখানে প্রচুর মানুষের ভিড় পড়েছিলো।

বিজ্ঞাপন

পাঠকের মতামত

নাটক আরও কত হবে!!!!!!!!!

zahed
২৪ মার্চ ২০২৩, শুক্রবার, ১:২৮ পূর্বাহ্ন

কিসের সম্মানী ঘুষ বাংলাদেশের সরকারি কর্মকর্তা/কর্মচারী মহোদয়গণ বিদেশে যেতে চাই খিচুড়ি রান্না শিখতে,এদের সফর এমনই ছিল মানুষের টাকা নীতি-নৈতিকতার বালাই নাই।

Huru
২২ মার্চ ২০২৩, বুধবার, ২:০৬ পূর্বাহ্ন

একটি পার্সোনাল ব্যাপার কে সামনে না আনাই ভালো। হিরো আলমকে কত টাকা আরব দিয়েছে সেটা তাদের একান্তই নিজস্ব ব্যাপার।

Shahadat Hossain
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৯:২৩ অপরাহ্ন

কুরুচিসম্পন্ন মানুষের তো অভাব নাই এই সমাজে।

Tulip
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১০:৪৯ পূর্বাহ্ন

Technically he can keep this information secret but he must disclose it to his tax file next year.

Shobuj Chowdhury
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১০:৪৩ পূর্বাহ্ন

শুধু হিরো আলম কেন ওখানে সাকিব ও আরও অনেকেইতো ছিলো তাদের কাছ থেকে জানতে চাওয়া হোক।

মিলন আজাদ
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১০:৩৭ পূর্বাহ্ন

একটি পার্সোনাল ব্যাপার কে সামনে না আনাই ভালো। হিরো আলমকে কত টাকা আরব দিয়েছে সেটা তাদের একান্তই নিজস্ব ব্যাপার। এব্যাপারে তাকে জিজ্ঞাসা বা করাই বুদ্ধিমানের কাজ। যদি হিরো আলমের অপরাধ হয়ে থাকে দুবাই যাওয়াতে তাকে জিজ্ঞাসা করা যেতে পারে কিন্তু কেন তার প্রাইভেট ইস্যুতে হাত দেওয়া হবে ? পুলিশের ভাষ্য এবং হিরো আলমের ভাষ্য এক নয় ! পুলিশ বলছে হিরো আলমকে জানানো হয়েছে আর হিরো আলম বলছে এ বিষয় তাদের কিছুই জানানো হয় নাই। এ বিষয়ে দুপক্ষের ই পরিস্কার হওয়া দরকার।

Khokon.
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১০:০৭ পূর্বাহ্ন

Why isn't anyone asking Sakib Al Hassan how much money he received from Arav Khan?

Nam Nai
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৯:৫৭ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status