অনলাইন
আরাভ কতো টাকা সম্মানী দিয়েছেন হিরো আলমকে?
প্রতীক ওমর, বগুড়া থেকে
(২ মাস আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ অপরাহ্ন

হিরো আলম নানা কারণেই মাঝেমধ্যেই দেশের ভিতরে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছেন। সম্প্রতি বগুড়ার দুটি উপনির্বাচনের দেশ বিদেশের মিডিয়ায় তার নাম বারবার উঠে এসেছে। এবার সমালোচনার মুখে পড়েছেন দুবাই সফরে গিয়ে। পুলিশ খুনের মামলার আসামি আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে এ সমালোচনার মুখে পড়েন তিনি।
গণমাধ্যগুলোতে উঠে আসা ওই অনুষ্ঠান নিয়ে সমালোচনার ঝড় শেষ হতে না হতেই আবার প্রশ্ন উঠেছে অনুষ্ঠানের সম্মানী নিয়ে। ঠিক কতো টাকার বিনিময়ে দুুবাইয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেই পরিসংখ্যান বলতে নারাজ হিরো আলম। তিনি বলেছেন আমি টাকার পরিমাণের কথা কাউকে বলবো না, বলতে চাইনা।
তিনি কার আমন্ত্রণে মূলত দুবাইয়ে গিয়েছিলেন এমন প্রশ্নের উত্তরে হিরো বলেন, আমি খোদ আরাভ খানের আমন্ত্রণেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তবে অনুষ্ঠানটি মাত্র দশ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। মঞ্চে আমি ছাড়া আর কেউ উঠতে পারেনি। হিরো আলম বলেন, দুবাইতেও আমার এতো পরিমাণ ভক্ত আছে আগে জানতাম না। আমাকে দেখার জন্য সেখানে প্রচুর মানুষের ভিড় পড়েছিলো।
।পাঠকের মতামত
নাটক আরও কত হবে!!!!!!!!!
কিসের সম্মানী ঘুষ বাংলাদেশের সরকারি কর্মকর্তা/কর্মচারী মহোদয়গণ বিদেশে যেতে চাই খিচুড়ি রান্না শিখতে,এদের সফর এমনই ছিল মানুষের টাকা নীতি-নৈতিকতার বালাই নাই।
একটি পার্সোনাল ব্যাপার কে সামনে না আনাই ভালো। হিরো আলমকে কত টাকা আরব দিয়েছে সেটা তাদের একান্তই নিজস্ব ব্যাপার।
কুরুচিসম্পন্ন মানুষের তো অভাব নাই এই সমাজে।
Technically he can keep this information secret but he must disclose it to his tax file next year.
শুধু হিরো আলম কেন ওখানে সাকিব ও আরও অনেকেইতো ছিলো তাদের কাছ থেকে জানতে চাওয়া হোক।
একটি পার্সোনাল ব্যাপার কে সামনে না আনাই ভালো। হিরো আলমকে কত টাকা আরব দিয়েছে সেটা তাদের একান্তই নিজস্ব ব্যাপার। এব্যাপারে তাকে জিজ্ঞাসা বা করাই বুদ্ধিমানের কাজ। যদি হিরো আলমের অপরাধ হয়ে থাকে দুবাই যাওয়াতে তাকে জিজ্ঞাসা করা যেতে পারে কিন্তু কেন তার প্রাইভেট ইস্যুতে হাত দেওয়া হবে ? পুলিশের ভাষ্য এবং হিরো আলমের ভাষ্য এক নয় ! পুলিশ বলছে হিরো আলমকে জানানো হয়েছে আর হিরো আলম বলছে এ বিষয় তাদের কিছুই জানানো হয় নাই। এ বিষয়ে দুপক্ষের ই পরিস্কার হওয়া দরকার।
Why isn't anyone asking Sakib Al Hassan how much money he received from Arav Khan?