বাংলারজমিন
রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে পাকুন্দিয়ায় মিছিল
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২২ মার্চ ২০২৩, বুধবার
আসন্ন পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় পৌরসদর বাজারে এ মিছিলটি অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের পাকুন্দিয়া উপজেলা শাখা এ মিছিলের আয়োজন করে। মিছিলটি মলংশাহ মাজারের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় একই স্থানে শেষ হয়। ইসলামী আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি আরিফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি মো. শরীফুল ইসলাম। এ সময় উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তারেক হোসেনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন শাখার শত শত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। মুফতি শরীফুল ইসলাম বলেন, একদিন পরেই পবিত্র রমজান মাস শুরু হবে। এ মাসের পবিত্রতা রক্ষায় সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় সাধ্যের মধ্যে রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান তিনি।