বাংলারজমিন
গোপালগঞ্জে ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে ত্রিমুখী সংঘর্ষ, পুলিশের গুলিতে নিহত ১
গোপালগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০২৩, বুধবারগত সোমবার গোপালগঞ্জে ৬টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভার নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)’র মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে লতিফপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর প্রার্থীদের ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ৩ মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে ইয়াছিন শেখ (৩৫) নামের এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয়। এ ঘটনায় গোপালগঞ্জ থানার উপ-পরিদর্শক গণেশ বিশ্বাস ও প্রিজাইডিং অফিসার সেলিম তালুকদার বাদী হয়ে প্রশাসনের কাজে বাধা, পুলিশের উপর হামলা ও ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) ছিনতাই চেষ্টায় অজ্ঞাত ১ হাজার জনকে আসামি করে পৃথক ২টি মামলা করেছেন। এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। নির্বাচন সম্পন্ন হওয়া ৬টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভাটি হলো গোবরা, হরিদাসপুর, বোড়াশী, রঘুনাথপুর, দুর্গাপুর, লতিফপুর ও কোটালীপাড়া পৌরসভা। এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে দলীয় মনোনয়ন না দিলেও কোটালীপাড়া পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিয়েছে। ভোট গণনা শেষে গোবরা ইউনিয়ন পরিষদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান চৌধুরী (টুটুল), হরিদাসপুর ইউপিতে মো. ইলিয়াস হোসেন, দুর্গাপুর ইউপিতে মো. নাজিব আহাম্মেদ, লতিফপুর ইউপিতে জাফর হোসেন কালু, বোড়াশী ইউপিতে লিমন আহমেদ, রঘুনাথপুর ইউপিতে শেখ মঞ্জু। অপরদিকে কোটালীপাড়া পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন মতিয়ার রহমান হাজরা।