বাংলারজমিন
মোহনগঞ্জে নিখোঁজের ৪ দিন পর গলাকাটা লাশ উদ্ধার
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
২২ মার্চ ২০২৩, বুধবারনেত্রকোনার মোহনগঞ্জে নিখোঁজের ৪দিন পর আবুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি। তবে পুলিশের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গতকাল ভোর ৫টার দিকে উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের ‘সাপমারা’ খালের পাড়ে ৪ ফুট গভীর একটি গর্ত থেকে মাটিচাপা অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ওইদিন সকাল ১১টার দিকে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পরপরই নিহতের স্ত্রী রূপবাহার বেগম (৪২), মেয়ে চিন্তামনি (১৩) ও মাদকাসক্ত ছেলে আরমান হোসেনের ঘনিষ্ঠ বন্ধু আবির হোসেনকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করতে পারলেও আরমান হোসেন এলাকা ছেড়ে পালিয়েছে বলেও জানায় পুলিশ। মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী জানান, উপজেলার বড় বেথাম গ্রামের আবুল হোসেন শনিবার রাত থেকে নিখোঁজ হলেও তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো জিডি করা হয়নি। তবে বিষয়টি তারা মৌখিকভাবে মোহনগঞ্জ থানা পুলিশকে জানিয়েছিল। এরই প্রেক্ষিতে আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করি এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিহতের ছেলে আরমানের ঘনিষ্ঠ বন্ধু আবির হোসেনকে আটক করি। পরে তার দেয়া তথ্যে বাড়ির পাশের সাপমারা খালের পাড়ে মাটিচাপা দেয়া অবস্থায় আবুল হোসেনের গলাকাটা লাশটি উদ্ধার করতে সক্ষম হই। তিনি আরও জানান, সুপরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে এবং লাশটি গুম করার উদ্দেশ্যেই খাল পাড়ে নিয়ে মাটিচাপা দেয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের পরবর্তী পদক্ষেপের বিষয়ে এসআই জানান, আটককৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে থানায় মামলা দায়েরেরও প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে খুব শিগগিরই এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হবে বলেও জানান তিনি।