ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

আরকুম শাহ ওফাত দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২২ মার্চ ২০২৩, বুধবার

সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট নিজাম উদ্দিন বলেছেন, সিলেট হচ্ছে ওলি আউলিয়ার দেশ। এখানের মাটি উর্বর, আধ্যাত্মিক নগরী সিলেটে অনেক সুফি সাধকের জন্ম হয়েছে। তিনি  উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সুফিসাধক হযরত শাহ সুফি আরকুম আলী (রহ.)’র ৮১তম ওফাত দিবস উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নে ধরাধরপুরস্থ মাজার সংলগ্ন মাঠে তার স্মরণে অলোচনাসভা ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ হোসেন রেজার সভাপতিত্বে ও অনুষ্ঠান সমম্বয়ক  বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সভাপতি কামাল উদ্দিন রাসেলের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা থানার ওসি সামসুদ্দোহা (পিপিএম), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র পরিচালক হুমায়ুন আহমেদ, সিলেট ভিজুয়াল মিড়িয়া ফ্রেন্ডস ক্লাবের সভাপতি নাট্যাভিনেতা সাহেদ মোশারফ (কটাই মিয়া), পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, বাংলাদেশ জাতীয় যন্ত্রশিল্পী সমিতির সভাপতি মনির হোসেন, অনলাইন পোর্টাল সিলেট প্রতিদিনের সম্পাদক সাজলু লস্কর, যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষা ও সাংস্কৃতিক অনুরাগী মঈন উদ্দিন খান, যুক্তরাজ্য প্রবাসী টিভি উপস্থাপক নুরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সংগীতশিল্পী শাহ্‌ টুনু মিয়া, প্রবীণ বাউল শিল্পী আখলিমা বেগম, মুসলিম উদ্দিন, শেখ খায়রুল ইসলাম।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status