খেলা
বঙ্গবন্ধু কাবাডির শিরোপা ধরে রাখলো বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
২২ মার্চ ২০২৩, বুধবার
ফেভারিটদের মতো খেলেই বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির শিরোপা জিতেছে বাংলাদেশ। তিনটি লোনাসহ ফাইনালে চাইনিজ তাইপেকে স্বাগতিকরা হারিয়েছে ৪২-২৮ পয়েন্টে। এই টুর্নামেন্টে এটি বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়। টুর্নামেন্টের শুরু থেকেই যেন একই ছন্দে খেলেছে বাংলাদেশ। ফাইনালে উঠেছে ৭ ম্যাচে অপরাজিত থেকে। গতকাল ফাইনালে শুরুর দিকে অবশ্য চাইনিজ তাইপে সমানে সমান লড়েছে বাংলাদেশের সঙ্গে। তবে সময় যত গড়িয়েছে, বাংলাদেশের খেলোয়াড়েরা যেন আরও উজ্জীবিত হয়ে খেলেছেন। যদিও ম্যাচের একটা পর্যায়ে চীনা তাইপের পয়েন্ট ছিল ৯, বাংলাদেশের ৮। এখান থেকেই অবশ্য বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করে। একের পর এক পয়েন্ট তুলে নিতে থাকেন তুহিন তরফদার, আরদুজ্জামান মুন্সীরা।
বিজ্ঞাপন