ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

বঙ্গবন্ধু কাবাডির শিরোপা ধরে রাখলো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
২২ মার্চ ২০২৩, বুধবার
mzamin

ফেভারিটদের মতো খেলেই বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির শিরোপা জিতেছে বাংলাদেশ। তিনটি লোনাসহ ফাইনালে চাইনিজ তাইপেকে স্বাগতিকরা হারিয়েছে ৪২-২৮ পয়েন্টে। এই টুর্নামেন্টে এটি বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়।  টুর্নামেন্টের শুরু থেকেই যেন একই ছন্দে খেলেছে বাংলাদেশ। ফাইনালে উঠেছে ৭ ম্যাচে অপরাজিত থেকে। গতকাল ফাইনালে শুরুর দিকে অবশ্য চাইনিজ তাইপে সমানে সমান লড়েছে বাংলাদেশের সঙ্গে। তবে সময় যত গড়িয়েছে, বাংলাদেশের খেলোয়াড়েরা যেন আরও উজ্জীবিত হয়ে খেলেছেন। যদিও ম্যাচের একটা পর্যায়ে চীনা তাইপের পয়েন্ট ছিল ৯, বাংলাদেশের ৮। এখান থেকেই অবশ্য বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করে। একের পর এক পয়েন্ট তুলে নিতে থাকেন তুহিন তরফদার, আরদুজ্জামান মুন্সীরা।

বিজ্ঞাপন
বাংলাদেশ দল ২০-১৪ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। খেলা শেষে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে কাবাডি কোর্টের চারপাশ প্রদক্ষিণ করেন খেলোয়াড়েরা। একপর্যায়ে বাংলাদেশ জাতীয় দলের ভারতীয় কোচ সাজুরাম গয়াতকে কাঁধে তুলে নেন তারা।  প্রথম দুই আসরে বাংলাদেশ ফাইনালে হারিয়েছিল কেনিয়াকে। এবারই ছিল প্রথম অল এশিয়া ফাইনাল। বাংলাদেশ দলের অধিনায়ক তুহিন তরফদার টুর্নামেন্টের বেস্ট ক্যাচার ও ম্যান অব দ্য ফাইনাল হন। একই দলের মিজানুর রহমান ম্যান অব দ্য টুর্নামেন্ট ও বেস্ট রেইডারের পুরস্কার লাভ করেন। এই টুর্নামেন্টে ২০২১ এবং ২০২২ সালের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল কেনিয়া। ওই দুই আসরে কেনিয়াকে যথাক্রমে ৩৪-২৮ এবং ৩৪-৩১ পয়েন্টে হারিয়েছিল লাল-সবুজ বাহিনী। তৃতীয় আসরের ফাইনালে ওঠাতেই বিশ্বকাপ কাবাডিতে খেলার যোগ্যতা অর্জনের সুখবর পেয়েছিল বাংলাদেশ। এশিয়ান গেমসে পদক পুনরুদ্ধারের প্রত্যাশা অধিনায়কের বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ। তিনবারই ট্রফি উঁচিয়ে ধরেছেন অধিনায়ক তুহিন তরফদার। দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক টুর্নামেন্টের গণ্ডি পেরিয়ে তার দৃষ্টি এখন এশিয়ান গেমসে। অলিম্পিকের পর দ্বিতীয় সর্ববৃহৎ মাল্টি স্পোর্টস গেমস এশিয়ান। সেই এশিয়ান গেমসে সামপ্রতিক সময়ে পদক নেই বাংলাদেশের। আগামী সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে পদক জয়ের প্রত্যয় ব্যক্ত করে অধিনায়ক তুহিন তরফদার বলেন, ‘শ্রীলঙ্কাকে আমরা হারিয়েছি। পাকিস্তানকে আবার শ্রীলঙ্কা হারিয়েছে। সুতরাং আমাদের পক্ষে পাকিস্তানকে হারানো অসম্ভব নয়। ইরান, কোরিয়া ও ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এশিয়ান গেমস পদক পুনরুদ্ধার করা সম্ভব।’  বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে গত দুই আসরের চেয়ে এবার অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েছে। সংখ্যা বাড়লেও বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা সেভাবে বাড়েনি অন্য দেশগুলোর। এই দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এশিয়ান গেমস মিশন সফল করা কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা দিনকে দিন বাড়ছে। আর এশিয়ান গেমসের আগে ফেডারেশনের পরিকল্পনা রয়েছে আমাদের ভারতে পাঠানোর। সেখানে বিভিন্ন প্রদেশের সঙ্গে খেলবো।’ আন্তর্জাতিক টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় খেলার অধিনায়ক। তিনি বলেন, ‘আমি, আরদুজ্জামান আরও কয়েকজন সিনিয়র রয়েছি। তাদের জায়গাটা নতুনদের নিতে হবে। আমি তরুণদের কাবাডিতে আসার অনুরোধ করছি। জাতীয় খেলা খেললে সার্ভিসেস সংস্থাগুলোতে চাকরি হবে। এই খেলায় আসলে রুটি- রুজির সংস্থান নিয়ে ভাবতে হবে না’। তরুণ প্রজন্মের পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী ক্লাবগুলোর প্রতি আবেদন জানিয়ে অধিনায়ক বলেন, ‘আবাহনী, মোহামেডান ফুটবল, ক্রিকেট দল গঠন করে। তাদের মতো শীর্ষ ক্লাবগুলো যদি কাবাডি দল গঠন করে। প্রতি দলে পাঁচজন করে খেলোয়াড় বাছাই হলে কাবাডিতে খেলোয়াড় সংকট থাকবে। শক্তিশালী জাতীয় দল গঠন হবে’।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status