খেলা
শেষ ওয়ানডের দল থেকে আফিফ শরিফুলকে ‘ছুটি’
স্পোর্টস রিপোর্টার
২২ মার্চ ২০২৩, বুধবারএকাদশে জায়গা হারানোর পর আপাতত এবার স্কোয়াডের বাইরেও চলে গেলেন আফিফ হোসেন। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলের রাখা হয়নি তাকে। আগের দুই ম্যাচের দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে পেসার শরিফুল ইসলামকেও। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন অবশ্য দু’জনকে দলে না রাখাটা বাদ হিসেবে বলছেন না। এ বিষয়ে তিনি বলেন, এক ম্যাচের জন্য এত বড় দল রেখে লাভ নেই। ওরা যেহেতু খেলবে না, অযথা এখানে না থেকে ঢাকা লীগের ম্যাচ খেলুক, ওদের জন্যই ভালো হবে। টি-টোয়েন্টি দলের বিবেচনায় ওরা থাকবে, পরের সিরিজেও বিবেচনায় থাকবে।’ গত আগস্টে জিম্বাবুয়ে সফরে দুই ওয়ানডেতে ৪১ ও ৮৫ রানের দু’টি ইনিংসের পর টানা দুই সিরিজে রান পাননি আফিফ। ভারতের বিপক্ষে তার রান ৬, ০ ও ৮। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে রান ৯, ২৩ ও ১৫। এই দুই সিরিজেই খেলেছেন তিনি ৭ নম্বরে। টি-টোয়েন্টি ক্রিকেটেও সামপ্রতিক সময়ে ভালো ফর্মে নেই তিনি। দেশের হয়ে সবশেষ ১২ টি- টোয়েন্টিতে তার ফিফটি নেই। এই সময়ে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে ২৭ বলে ৩৮ রানের ইনিংসটি ছাড়া নেই কার্যকর কোনো ইনিংস। শরিফুল দলে আসা-যাওয়ার মধ্যেই আছেন কয়েক সিরিজ ধরে। সবশেষ ওয়ানডে খেলেছেন তিনি গত আগস্টে জিম্বাবুয়ে সফরে। প্রথম ওয়ানডের আগের দিন ফুটবল খেলার সময় চোখে চোট পেয়ে প্রথম দুই ম্যাচে খেলতে না পারা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আছেন শেষ ম্যাচের দলেও। এদিকে ঢাকা প্রিমিয়ার লীগে আজ আবাহনী-মোহামেডান ম্যাচ। ক্লাবপাড়ায় গুঞ্জন আছে আবাহনীর হয়ে প্রিমিয়ার লীগে খেলার সুযোগ করে দিতেই ছেড়ে দেয়া হয়েছে আফিফকে। আবাহনীর গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটার লিটন দাস, নাজমুল হোসেন শান্ত আর তাসকিন আহমেদ জাতীয় দলের হয়ে ব্যস্ত থাকার কারণেই আফিফকে ছেড়েছেন নির্বাচকরা! এখন প্রশ্ন উঠেছে আফিফ পেলে রনি তালুকদার কেন মোহামেডানের হয়ে খেলার ছাড়পত্র পেলেন না? কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে রনি তালুকদারেরও খেলার সম্ভাবনা কম। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ১৮৩ রানের জয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সোমবার তারা ৩৪৯ রান তুললেও বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায় পরে। সিরিজের শেষ ম্যাচ বৃহস্পতিবার। বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, তৌহিদ হৃদয়, রনি তালুকদার, ইয়াসির আলী চৌধুরী।