খেলা
শেষ ওয়ানডের দল থেকে আফিফ শরিফুলকে ‘ছুটি’
স্পোর্টস রিপোর্টার
২২ মার্চ ২০২৩, বুধবারএকাদশে জায়গা হারানোর পর আপাতত এবার স্কোয়াডের বাইরেও চলে গেলেন আফিফ হোসেন। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলের রাখা হয়নি তাকে। আগের দুই ম্যাচের দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে পেসার শরিফুল ইসলামকেও। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন অবশ্য দু’জনকে দলে না রাখাটা বাদ হিসেবে বলছেন না। এ বিষয়ে তিনি বলেন, এক ম্যাচের জন্য এত বড় দল রেখে লাভ নেই। ওরা যেহেতু খেলবে না, অযথা এখানে না থেকে ঢাকা লীগের ম্যাচ খেলুক, ওদের জন্যই ভালো হবে। টি-টোয়েন্টি দলের বিবেচনায় ওরা থাকবে, পরের সিরিজেও বিবেচনায় থাকবে।’ গত আগস্টে জিম্বাবুয়ে সফরে দুই ওয়ানডেতে ৪১ ও ৮৫ রানের দু’টি ইনিংসের পর টানা দুই সিরিজে রান পাননি আফিফ। ভারতের বিপক্ষে তার রান ৬, ০ ও ৮। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে রান ৯, ২৩ ও ১৫। এই দুই সিরিজেই খেলেছেন তিনি ৭ নম্বরে।