খেলা
‘মুশফিক অনেক বড় ক্রিকেটার’
স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৩, বুধবার
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকান মুশফিকুর রহীম। গড়েন দেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম শতরানের নজির। রেকর্ডগড়া ইনিংসের পথে মিস্টার ডিপেন্ডেবলের শাসনের শিকার হয়েছেন কার্টিস ক্যাম্ফার। মুশফিকের পারফরম্যান্সে মুগ্ধ আইরিশ পেসার টাইগার ব্যাটারকে প্রশংসায় ভাসিয়েছেন। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে তাণ্ডব চালান মুশফিকুর রহীম। ৩৪তম ওভারে ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকা এই ব্যাটার ৬০ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১০০ রানের ইনিংস খেলেন। নিজের ১৩তম বলের মোকাবিলায় প্রথম চার মারা মুশফিক প্রথম ছক্কা হাঁকান ১৮তম বলে। এতে তার স্ট্রাইক রেট ছাড়িয়ে যায় একশ’র কোঠা। দুর্দান্ত ইনিংসে কার্টিস ক্যাম্ফারের ১৫ বলের মোকাবিলায় ২৯ রান নেন মুশফিক। আইরিশ অলরাউন্ডারের বলে এক ছক্কা এবং পাঁচ চার মারেন এই উইকেটরক্ষক-ব্যাটার। ক্যাম্ফারের বিপক্ষেই সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে খেলেন মুশফিক। ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে কার্টিস ক্যাম্ফার বলেন, ‘আমার মতে, (মুশফিকের ইনিংস বর্ণনার জন্য) সঠিক শব্দটা হবে খুবই ইমপ্যাক্টফুল ইনিংস। সে ক্লাস ক্রিকেটার। সে দেখিয়েছে কেন সে এত দিন ধরে এত ভালো করছে। সে যেভাবে খেলাটি প্রভাবিত করেছে, উইকেটে গিয়েই স্বাধীনভাবে ব্যাটিং করেছে। কিছু দৃষ্টিনন্দন শট, কিছু উদ্ভাবনী শট খেলেছে- বাংলাদেশের জন্য যা খুব ভালো ছিল।’ প্রথম ওয়ানডেতে ছয়ে ব্যাটিংয়ে নামা মুশফিক ২৬ বলের ঝড়ো ইনিংসে ৩টি করে চার-ছক্কায় ৪৪ রান করেছিলেন। ক্যাম্ফার বলেন, ‘সে আমাদের চাপে ফেলে দিয়েছিল। দুই ম্যাচেই সে এটি করলো। সে অবশ্যই বাংলাদেশের অনেক বড় ক্রিকেটার।’ আগামী ২৩শে মার্চ ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে বাংলাদেশের মোকাবিলা করবে আয়ারল্যান্ড। সেই ম্যাচেও মুশফিকের চ্যালেঞ্জ নিয়ে সতর্ক ক্যাম্ফার। তিনি বলেন, ‘আশা করি, এখান থেকে ঘুরে দাঁড়িয়ে তার স্কিলের সঙ্গে লড়াই করার পথ খুঁজে পাব।’ মুশফিকের বিধ্বংসী সেঞ্চুরির প্রশংসা করেছেন সতীর্থ লিটন দাসও। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে আমি যতদিন খেলছি, বাংলাদেশের কোনো খেলোয়াড়ই এভাবে শেষের দিকে ১০০ করেনি। যখন দল থেকে কেউ এরকম একটা সেঞ্চুরি করে, তা দেখলে অনেক ভালো লাগে। সিনিয়ররা কেউ করলে তো বেশি ভালো লাগে।’