খেলা
‘মুশফিক অনেক বড় ক্রিকেটার’
স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৩, বুধবার
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকান মুশফিকুর রহীম। গড়েন দেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম শতরানের নজির। রেকর্ডগড়া ইনিংসের পথে মিস্টার ডিপেন্ডেবলের শাসনের শিকার হয়েছেন কার্টিস ক্যাম্ফার। মুশফিকের পারফরম্যান্সে মুগ্ধ আইরিশ পেসার টাইগার ব্যাটারকে প্রশংসায় ভাসিয়েছেন। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে তাণ্ডব চালান মুশফিকুর রহীম। ৩৪তম ওভারে ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকা এই ব্যাটার ৬০ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১০০ রানের ইনিংস খেলেন। নিজের ১৩তম বলের মোকাবিলায় প্রথম চার মারা মুশফিক প্রথম ছক্কা হাঁকান ১৮তম বলে। এতে তার স্ট্রাইক রেট ছাড়িয়ে যায় একশ’র কোঠা। দুর্দান্ত ইনিংসে কার্টিস ক্যাম্ফারের ১৫ বলের মোকাবিলায় ২৯ রান নেন মুশফিক। আইরিশ অলরাউন্ডারের বলে এক ছক্কা এবং পাঁচ চার মারেন এই উইকেটরক্ষক-ব্যাটার।