ঢাকা, ২৮ মে ২০২৩, রবিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৪ হিঃ

অনলাইন

দুর্নীতিবাজ কর্মকর্তাদের জবাবদিহি করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ: পিটার হাস

তারিক চয়ন

(২ মাস আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১১:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৫ পূর্বাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্র দুর্নীতিবাজ কর্মকর্তাদের জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। তিনি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে যুক্তরাষ্ট্র সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে দেশের মূল জাতীয় নিরাপত্তা স্বার্থ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এটি ছিল ২০২১ সালে গণতন্ত্রের জন্য প্রথম শীর্ষ সম্মেলনের অন্যতম প্রধান থিম এবং এখনও এটি যুক্তরাষ্ট্র সরকারের স্বার্থের কেন্দ্রে রয়েছে।

আজ (মঙ্গলবার) দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ডাক বা কল অ্যাকশন এগেইনস্ট করাপশন (সিএএসি) জাতীয় সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবার সময় রাষ্ট্রদূত হাস এসব কথা বলেন। 

যুক্তরাষ্ট্র দুর্নীতিবাজ কর্মকর্তাদের তাদের কর্মের জন্য জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এই কাজটি বিভিন্নভাবে করা হতে পারে। 

তাছাড়া, দুর্নীতির ঘটনা তদন্ত ও উন্মোচনে প্রাণবন্ত সুশীল সমাজ এবং মুক্ত গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেই মনে করেন পিটার হাস।

উল্লেখ্য, বাংলাদেশের বেসরকারি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের দুর্নীতি সংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করতে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ (সিআইপিই)- এর সহযোগিতায় একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় প্রকল্পের চূড়ান্ত ফলাফল উপস্থাপন করা এবং একটি ড্রাফট রেজুলিউশান তৈরীর লক্ষ্যে সিজিএস ঢাকার একটি হোটেলে উক্ত অনুষ্ঠানের আয়োজন করছে।
 

পাঠকের মতামত

যুক্তরাষ্ট্র এরকম অনেক কিছুই বলে,, কাজের কাজ করলে এতোদিনে ব্যাংক খেয়ে এমরিকাতে গিয়ে আশ্রয় নিতে পারতো না।

Hasan
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১২:৪১ অপরাহ্ন

দূর্নীতি মুক্ত রাষ্ট্র ব্যাবস্থা নিশ্চিত করতে পারলে দেশের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাবে, দেশের টাকা যারা পাচার করেছে এরাই বড়ো দুর্নীতিবাজ, এদেরকে আটকাতে হবে, দেশের টাকা দেশে যাতে থাকে সেটা নিশ্চিত করতে হবে।

সুমন আলী
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১০:২৯ পূর্বাহ্ন

বাংলাদেশের অপ্রতিরোদ্ধ এক মহা শক্তি কে আটকানো যাবে কি ?

A.R.Sarker
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৬:২৪ পূর্বাহ্ন

শুধু আমেরিকার ভিতরে ঘটা দূর্নীতি, নাকি সারা বিশ্বের দূর্নীতি নিয়ে ?

আজিজ
২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৫:৩৬ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status