ভারত
‘লিভ-ইন’ সম্পর্ক রেজিস্ট্রি করা নিয়ে যা বললো ভারতের সুপ্রিম কোর্ট
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৪১ অপরাহ্ন

লিভ-ইন সম্পর্ককে রেজিস্ট্রি করার ক্ষেত্রে আপত্তি জানালো ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর এই বিষয়ে রায় দিতে গিয়ে জানান, দু’জন সাবালক ব্যক্তি পরস্পরের সম্মতিতে যদি একসঙ্গে বাস করেন তা নথিভুক্ত করার কোনো প্রয়োজন নেই। এই বিষয়টি বিয়ের সঙ্গে সমতুল্য নয়। বিয়ে নথিভুক্তির মাধ্যমে আইনি স্বীকৃতি পায়। লিভ-ইন সম্পর্ক যেহেতু দু’জনের সম্মতিতে হয় তাই এক্ষেত্রে সামাজিক নিরাপত্তার কোনো বিষয় জড়িত থাকে না। এই সম্পর্ক নিবন্ধনভুক্তির কোনো প্রয়োজনীয়তা নেই। মমতা রানি নামে একজন আইনজীবী লিভ-ইন সম্পর্কে থাকা শ্রদ্ধা ওয়ালাকারের হত্যার প্রেক্ষিতে এই জনস্বার্থের মামলাটি এনেছিলেন। মমতা রানি তার হলফনামায় লিখেছেন, যেহেতু এই ধরনের লিভ-ইন সম্পর্ক রেজিস্টার্ড হচ্ছে না তাই মেয়েরা প্রায়শই হিংসার শিকার হচ্ছে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর এই ধরনের মামলা সুপ্রিম কোর্টে আনা হচ্ছে বলে যথেষ্ট বিরক্তি প্রকাশ করেন। রায় দিতে গিয়ে বলেন, এই ধরনের মামলার নিষ্পত্তি করতে গিয়ে সুপ্রিম কোর্টের মূল্যবান সময় ব্যয় হচ্ছে।
পাঠকের মতামত
রেজিষ্ট্রেশন হলে লিভ ইন কি দরকার? ইউরোপের দেশগুলোতে লিভ ইন রেজিষ্ট্রেশন হয়। ভারতের জনগণ খুব বুদ্ধিমান।