ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

ভারত

আদানিদের একের পর এক প্রকল্প বাতিল, ভবিষ্যৎ প্রকল্পগুলো নিয়ে সংশয়

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ২০ মার্চ ২০২৩, সোমবার, ১০:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩২ পূর্বাহ্ন

mzamin

হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ হওয়ার পর আদানিরা বুক ঠুকে বলেছিল, তাদের কোনো প্রকল্পই বন্ধ হবে না। একমাস পর কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে। আদানিরা একের পর এক বন্ধ করে দিচ্ছে তাদের নানা প্রকল্প। সোমবার আদানিদের পক্ষে একটি বিবৃতিতে জানানো হয়, গুজরাটের মুন্দ্রাতে তারা ৩৪ হাজার ৯০০ কোটি রুপি ব্যয়ে যে পেট্রোক্যাম প্রকল্প নির্মাণ করছিল তা আপাতত স্থগিত থাকবে। আদানিদের এই ফ্ল্যাগশিপ প্রকল্প বন্ধ হওয়ার আগে এক মিলিয়ন টন উৎপাদনকারী পিভিসি প্রকল্প বন্ধ করে দেয়া হয়। সাত হাজার ১৭ কোটি রুপিতে ডিবি পাওয়ার কেনার পরিকল্পনাও রদ করা হয়। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর আদানিরা প্রথম ২০ হাজার কোটির এফপিও বাজার থেকে প্রত্যাহার করে। ওটাই ছিল প্রথম ধাক্কা। এরপর আদানির অবরোহণ শুরু হয়। একটির পর একটি প্রকল্প বন্ধ হতে থাকে।

বিজ্ঞাপন
সোমবারের নোটিসে ঠিকাদার সংস্থাগুলিকে  মুন্দ্রার পেট্রোক্যাম প্রকল্পে যাবতীয় সরবরাহ বন্ধ রাখতে নির্দেশ জারি করা হয়েছে। আদানিদের এই ঘোষণার পর ঝাড়খন্ড থেকে বাংলাদেশে বিদ্যুৎ আনার প্রকল্পটির ভবিষ্যত নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। একটি আশার কথা, ঝাড়খন্ডের গোড্ডায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
 

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

   

ভারত সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status