ভারত
ভারতে নারী শ্রমিক পুরুষের চেয়ে ৩২ শতাংশ কম মজুরি পান
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ দিন আগে) ১৯ মার্চ ২০২৩, রবিবার, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৫ পূর্বাহ্ন

ফাইল ফটো
নারী-পুরুষ সম-অধিকারের জন্য সেমিনারগুলোতে যতই চোখের জলের বন্যা বয়ে যাক, রাজনৈতিক নেতারা যতই আস্তিন গুটিয়ে, গলা ফাটিয়ে ভাষণ দিন- ভারতে এখনও নারী-পুরুষের সাম্য আসেনি। ন্যাশনাল স্ট্যাটেস্টিকাল অফিস এই ব্যাপারে একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, মজুরির ক্ষেত্রে নারী শ্রমিক পুরুষের থেকে ৩২ শতাংশ মজুরি কম পান। গ্রামীণ ক্ষেত্রে এই ব্যবধান প্রায় ৫০ শতাংশ থেকে শুরু করে ৯৩.৭ শতাংশ। শহরের ক্ষেত্রে এই ফারাক প্রায় ৫০ শতাংশ থেকে শুরু করে ১০০ দশমিক ৮ শতাংশ। মোটামুটিভাবে একজন পুরুষ শ্রমিক আটঘণ্টা কাজের বিনিময়ে যেখানে পেয়ে থাকেন ৩৯৩ টাকা সেখানে ওই সম-শ্রমের বিনিময়ে নারী পান ২৬৫ টাকা। উত্তরপ্রদেশ, আসাম, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িশায় এই বৈষম্য বেশি। সেখানে পুরুষের তুলনায় নারী শ্রমিক ৭০ শতাংশ কম মজুরি পান।
পাঠকের মতামত
বাংলাদেশে কি নারী শ্রমিক পুরুষের সমান মজুরি পায়? আমি ৪৩ বছর যাবত প্রবাসী । তাই জানি না বাংলাদেশে কি নারী শ্রমিক পুরুষের সমান না বেশি মজুরি পায়?