খেলা
ঢাকা লীগে সাব্বির-সাইফের সেঞ্চুরি
স্পোর্টস রিপোর্টার
১৯ মার্চ ২০২৩, রবিবার
অগ্রণী ব্যাংকের বিপক্ষে ম্যাচে মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি সাব্বির রহমান। সিটি ক্লাবের বিপক্ষে সেই আক্ষেপ মিটিয়েছেন সেঞ্চুরি করে। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১১০ রানে। সাব্বিরের সেঞ্চুরিতে সাত উইকেটের সহজ জয় পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপির তিন নম্বর মাঠে সাইফ হাসানের সেঞ্চুরিতে প্রথম ম্যাচে ঢাকা লিওপার্ডকে সহজেই হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্রাদার্সের বিরুদ্ধে ৬৮ রানের জয় তুলে নেয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ২৪৯ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রূপগঞ্জ। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারায় তারা। দ্রুত রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়েন মুনিম শাহরিয়ার। তিনে নামা সাব্বিরকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন পারভেজ হোসেন ইমন।