খেলা
ঢাকা লীগে সাব্বির-সাইফের সেঞ্চুরি
স্পোর্টস রিপোর্টার
১৯ মার্চ ২০২৩, রবিবার
অগ্রণী ব্যাংকের বিপক্ষে ম্যাচে মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারেননি সাব্বির রহমান। সিটি ক্লাবের বিপক্ষে সেই আক্ষেপ মিটিয়েছেন সেঞ্চুরি করে। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১১০ রানে। সাব্বিরের সেঞ্চুরিতে সাত উইকেটের সহজ জয় পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপির তিন নম্বর মাঠে সাইফ হাসানের সেঞ্চুরিতে প্রথম ম্যাচে ঢাকা লিওপার্ডকে সহজেই হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্রাদার্সের বিরুদ্ধে ৬৮ রানের জয় তুলে নেয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ২৪৯ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রূপগঞ্জ। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট হারায় তারা। দ্রুত রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়েন মুনিম শাহরিয়ার। তিনে নামা সাব্বিরকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন পারভেজ হোসেন ইমন। ৩৯ রান করে ইমন বিদায় নিলেও সেঞ্চুরি তুলে অপরাজিত ছিলেন সাব্বির রহমান। তিন চারে ৯৭ বলে এবারের মৌসুমে নিজের প্রথম সেঞ্চুরি পান অভিজ্ঞ এই ব্যাটার। শেষ পর্যন্ত ১১০ রানে অপরাজিত ছিলেন সাব্বির। ইরফান শুক্কুর করেন ৭৪ রান। এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রান তোলে সিটি ক্লাব। দলের হয়ে সবচেয়ে বেশি ৫১ রানের ইনিংস খেলেছেন আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়া আসিফ আহমেদ ৩১, তৌফিক, রবিউল ও রায়ান রাফসান সমান ২৭ রান করে করেছেন। রূপগঞ্জের হয়ে তিন উইকেট নেন নাঈম ইসলাম জুনিয়র। বড় জয় শেখ জামালের বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩১৭ রান করে শেখ জামাল। সেঞ্চুরি করেন সাইফ হাসান। ১১২ বলে ৬ চার ও ৭ ছক্কায় ১০৮ রানের দারুণ এক ইনিংস খেলেন এই ওপেনার। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার অষ্টম সেঞ্চুরি। এছাড়া সৈকত আলী ৮৮ বলে ৯ চার ও ২ ছক্কায় ৭৮ রান এবং ৫৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলেন রাব্বি। অগ্রণী ব্যাংকের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আবু হায়দার রনি। ব্যাটিংয়ের পর বোলিংয়েও দাপুটে পারফরম্যান্স উপহার দেয় নুরুল হাসান সোহানের দল। যার ফলে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও চাপ সৃষ্টি করেন সাইফ। ১৮ রানে শিকার করেন ৩ উইকেট। দুটি করে পকেটে পুড়েন শফিকুল ইসলাম ও পারভেজ রাসুল। অলরাউন্ড পারফরম্যান্সে অনুমিতভাবেই ম্যাচ-সেরার পুরস্কার ওঠে সাইফের হাতে। ফতুল্লা স্টেডিয়ামে সেঞ্চুরি করেছেন সাব্বির হোসেন। কিন্তু জেতেনি তার দল ব্রাদার্স ইউনিয়ন। প্রাইম ব্যাংকের কাছে হেরেছে ৫৮ রানে। আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৬৮ রান করে প্রাইম ব্যাংক। জবাবে ২১০ রানেই গুটিয়ে যায় ব্রাদার্স। ১১৮ বলে ৯ চার ও ৮ ছক্কায় ১২৫ রান করেন সাব্বির।