বাংলারজমিন
ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি রক্ষা করতে পারছে না প্রশাসন
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, রবিবার
ঢাকার ধামরাইয়ের তিন ফসলি জমির মাটি রক্ষা করতে পারছেন না প্রশাসন। তাদের নাকের ডগায় ভেকু মেশিন দিয়ে মাটি ব্যবসায়ীরা জমির টপসয়েল কেটে নিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না তারা। শুধু জমির টপসয়েলই নয় ফসলি জমিকে তারা পুকুরে পরিণত করে রাতারাতি জমির শ্রেণিও পরিবর্তন করছেন তারা । এতেও স্থানীয় প্রশাসনের কোন মাথা ব্যথা নেই। সরজমিনে দেখা গেছে, ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নে প্রায় শতাধিক স্থানের ফসলি জমিতে স্থানীয় মাটি ব্যবসায়ী ও ইটভাটা অনেক মালিক ধামরাইয়ের নান্নার, রৌহা, জালসা, সূত্রাপুর, আমতা, বাস্তা, ভালুম, পথহারা, সানোড়া, বালিথা-বাথুলি, বেলিশ্বর, ভাড়ারিয়া, আমতলা, ধলকুণ্ড, বাইশাকান্দা, সুয়াপুরসহ বিভিন্ন স্থানে খননযন্ত্র (এক্সকেভেটর) ভেকুর মাধ্যমে শত শত ট্রাক ও মাহেন্দ্র দিয়ে রাতে ও দিনে ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে প্রশাসনের কোনরকম অনুমতি ছাড়াই জমির শ্রেণি পরিবর্তন করে ফসলি জমি পুকুর ও জলাশয়ে পরিণত হওয়ায় আবাদি জমি কমে যাচ্ছে। ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের ভাবনহাটি পৃর্বপাড়া গ্রামে সেলিম হোসেন, অভিযোগ করে বলেন, ভাবনহাটি পৃর্বপাড়া এলাকায় আমার জমির পাশে মাটি কাটা হচ্ছে। এতে আমার জমির পাড় ভেঙে পড়ে যাচ্ছে। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে জানানো হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছেন না তারা।