বাংলারজমিন
ফুলতলায় মাঠ দিবস অনুষ্ঠিত
ফুলতলা (খুলনা) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, রবিবার
ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় মাঠ দিবস গতকাল বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফুলতলার আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক ও সমাজসেবক মো. আইয়ুব হোসেন মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফুলতলা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোসা. তাসমিনা হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফুলতলা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আল মামুন হাওলাদার। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোজ্য তেল হিসেবে খুলনার লবণাক্ত পতিত জমি সূর্যমুখী চাষ একটি সম্ভাবনাময় ফসল। সূর্যমুখী তেল কোলস্টেরেল মুক্ত হওয়ায় অন্যান্য প্রচলিত ভোজ্য তেল অপেক্ষা উৎকৃষ্ট মানের ভোজ্য তেল হিসেবে পরিগণিত হয়। এ ধারাবাহিকতায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পটি অনন্য ভূমিকা পালন করছে। এ সময় এলাকার স্থানীয় কৃষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।