ঢাকা, ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৭ রমজান ১৪৪৪ হিঃ

বাংলারজমিন

পত্নীতলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

মিথ্যা মামলায় ৮ ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগ বন্দিদের মুক্তির দাবি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, রবিবারmzamin

নওগাঁর পত্নীতলায় পূর্ব শত্রুতার জেরে একটি ডেইরি ফার্ম থেকে গরুসহ অন্যান্য মালামাল চুরির অপবাদ দিয়ে জেলা আদালতে অভিযোগ দায়ের পূর্বক কয়েকটি পরিবারের মোট ৮ ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। বর্তমানে আট আসামির মধ্যে সাত ব্যক্তি নওগাঁ জেলা কারাগারে বন্দি রয়েছেন। শনিবার দুপুরে এ বিষয়ে ভুক্তভোগী পরিবারদের পক্ষে ইউসুফ আলী (৬৫) পত্নীতলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ওই মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে সরকার ও প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।  জানা যায়, পূর্ব শত্রুতার জেরে উপজেলার পত্নীতলা বাজার এলাকার বাসিন্দা রেজাউল ইসলামের ছেলে রাহুল হোসেন (৩৮) বাদী হয়ে নওগাঁ মোকাম বিজ্ঞ ০৪ নং আমলি আদালতে গত ১৯শে জানুয়ারি ওই মামলা করেন। আসামিরা হলেন- ফিরোজ (৪৩), আঃ রশিদ (৩৮), মিলন হোসেন (৩৫), রস্তম (৪২), আনিছুর রহমান জনি (৩৫), জাকির হোসেন (৩৮), মাহাবুর (৪২) ও রফিকুল ইসলাম (৪১)। পরবর্তীতে আসামিরা সকলেই প্রথম পর্যায়ে আদালতে জামিন পান। এরপর প্রথম পর্যায়ের জামিনের মেয়াদ শেষ হলে গত ১২ই মার্চ আসামিদের পক্ষে আইনজীবী দ্বিতীয়বার জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে সাতজন আসামিকে কারাগারে প্রেরণ করেন। উল্লেখ্য, ৮ আসামির মধ্যে মাহাবুব (৪২) বর্তমানে পলাতক রয়েছে। সরজমিন গিয়ে মামলার নথির অভিযুক্ত উল্লিখিত স্থানে কোনো ডেইরি ফার্ম ও ৭টি গরু ছিল না বলে স্থানীয়রা জানায়। এ ছাড়াও পূর্ব শত্রুতার জেরে মিথ্যা মামলায় অভিযুক্তদের ফাঁসানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন।

বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী রাহুল হোসেন (৩৮) বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই ন্যায়বিচার প্রাপ্তির প্রত্যাশায় থানা মামলা আমলে না নিলে পরে আদালতে মামলা করেছি। তদন্ত ও সাক্ষ্য শেষে আদালতের রায় হলেই প্রমাণ হবে আমি নাকি বিবাদীগণ সত্য। তবে পূর্ব শত্রুতার জেরে মামলা করেছেন? এ বিষয়টি জানতে চাইলে- তিনি এড়িয়ে যান।’

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

বন্ধু মমিন গ্রেপ্তার / পরকীয়ার কারণেই সম্রাটকে হত্যা

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status