বাংলারজমিন
বড়লেখায় সংরক্ষিত বনে আগুনের ঘটনায় বিট কর্মকর্তা প্রত্যাহার
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩, রবিবারমৌলভীবাজারের বড়লেখায় পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্টের আওতাধীন সমনভাগ বিটের মাখালজুড়া ও ধলছড়া এলাকার বনাঞ্চলে আগুন লাগার ঘটনায় বন বিভাগের সমনভাগ বিটের কর্মকর্তা নুরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সমনভাগ বিটের কর্মকর্তা নুরুল ইসলামকে প্রত্যাহার করেছেন। তাকে বন বিভাগের সিলেট বিভাগীয় অফিসে সংযুক্ত করা হয়েছে।’ এদিকে ঘটনাটি তদন্তে গঠিত ৩ সদস্যের কমিটি এখনো তদন্ত কাজ করছে। আজ তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর আগে গত ৭ই মার্চ দুপুরে সমনভাগ বিটের মাখালজুড়া ও ধলছড়া এলাকার বনাঞ্চলে আগুন লাগে। এতে কয়েক হেক্টর বনভূমির বাঁশ-গাছ ও ঝোপঝাড় পুড়ে যায়। স্থানীয় লোকজন ও পরিবেশকর্মীদের অভিযোগ, বনায়নের জন্য পরিকল্পিতভাবে সংরক্ষিত বনে আগুন লাগানো হয়েছে। উপকারভোগীরা বনে আগুন দিয়েছেন। এতে এতে বন বিভাগের লোকজন জড়িত রয়েছেন। আগুনে বনের প্রায় ৪০ হেক্টর বনভূমির বাঁশ-গাছ ও ঝোপঝাড় পুড়ে গেছে বলে তারা ধারণা করছেন। এতে মারাত্মক ক্ষতি হয়েছে পরিবেশের। হুমকির মুখে পড়েছে জীব-বৈচিত্র্য। তবে বন বিভাগ বলছে, কারও ফেলা সিগারেটের অবশিষ্ট অংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বনের প্রায় ১ দশমিক ৮৫ হেক্টর বনভূমি পুড়ে গেছে। বনে আগুন লাগার ঘটনায় গত ১১ই মার্চ বড়লেখা থানায় সাধারণ ডায়েরি করেন বন বিভাগের সমনভাগ বিটের কর্মকর্তা নুরুল ইসলাম। বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বলেন, আমরা জিপিএস মেশিন দিয়ে পরিমাপ করে দেখেছি যে আগুনে বনের ১ দশমিক ৮৫ হেক্টর বনভূমি পুড়েছে। আগুন পুড়ে গাছের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পোষাতে সেখানে গাছ লাগানো হবে। তিনি বলেন, ঘটনা তদন্তে গঠিত ৩ সদস্যের কমিটি তদন্ত কাজ করছে।