খেলা
হাথুরুসিংহের বিশ্বকাপ পরিকল্পনায় আছেন রিয়াদ
স্পোর্টস রিপোর্টার
১৮ মার্চ ২০২৩, শনিবার
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে শুরুর দুই ওয়ানডের দলে রাখা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদকে। অনেকেরই ধারণা বিশ্রামের নামে দল থেকে ছেটে ফেলা হয়েছে অভিজ্ঞ এ ব্যাটারকে। তবে রিয়াদভক্তদের বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে শোনালেন আশার কথা। গতকাল বাংলাদেশ দলের প্রধান কোচ বলেন, তাদের বিশ্বকাপ ভাবনায় এখনও ভালোভাবেই আছেন মাহমুদুল্লাহ। ৩৭ বছর বয়সী ব্যাটসম্যানের সেরা সময় অতীত হয়ে গেছে বলেও মনে করেন না এই সফল লঙ্কান কোচ।
জাতীয় দল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ব্যস্ত সিলেটে। আর আপাতত মাহমুদুল্লাহর ঠিকানা মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ঢাকা প্রিমিয়ার লীগে খেলছেন তিনি এই ক্লাবের হয়ে। দল ঘোষণার পর নির্বাচকরা এটিকে বলেছিলেন ‘বিশ্রাম’। তাদের মতে, বিশ্বকাপের দিকে তাকিয়ে মাহমুদুল্লাহর পজিশনে বিকল্প তৈরি রাখার উপযুক্ত সুযোগ এই সিরিজ। আর গতকাল হাথুরুসিংহে বলেন, ‘আমার মনে হয় না সে তার সেরা সময়কে পেছনে ফেলে এসেছে।