খেলা
চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশে জিততে চায় আয়ারল্যান্ড
স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৩, শুক্রবার
কদিন আগে ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হারলেও ঘরের মাঠে বাংলাদেশের রেকর্ড বেশ সমৃদ্ধ। সবশেষ সাত বছরে একমাত্র ইংল্যান্ড ছাড়া আর কারও বিপক্ষে সিরিজ হারেনি তামিম ইকবালের দল। তবুও বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে বেশ কয়েকটি ম্যাচ জিততে চায় আয়ারল্যান্ড। সিরিজ হারলেও ইংলিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জেতার খুব কাছেই ছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ায় তামিমরা। ৫০ ওভারের ক্রিকেটে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছিল বাংলাদেশ। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে সাকিব আল হাসানরা। এমন পারফরম্যান্সের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে নামবে। এমন ছন্দে থাকা বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক জর্জ ডকরেল।
আয়ারল্যান্ডের অলরাউন্ডার মনে করেন, ইংল্যান্ড সিরিজের পর বাংলাদেশ আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। সিলেটে অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডকরেল বলেন, ‘ইংল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশ আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে।