ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

উ. কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারে নিরাপত্তা পরিষদে ভোট

মানবজমিন ডেস্ক
২৭ মে ২০২২, শুক্রবার
mzamin

উত্তর কোরিয়ার উপরে নিষেধাজ্ঞা জোরদারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট ডেকেছে যুক্তরাষ্ট্র। তবে চীন বলেছে, এই নিষেধাজ্ঞা আরোপ কোনো সমাধান নিয়ে আসবে না। নিরাপত্তা পরিষদে ভেটো পাওয়ার রয়েছে চীনের। এ খবর দিয়েছে আল-জাজিরা। খবরে জানানো হয়েছে, সমপ্রতি একদিনে তিনটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এরমধ্যে একটি আইসিবিএমও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ কারণেই দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা চায় যুক্তরাষ্ট্র। ২০১৭ সালে নিরাপত্তা পরিষদের ২৩৯৭ রেজ্যুলুশনে বলা হয়েছে, উত্তর কোরিয়া আইসিবিএম উৎক্ষেপণ করলে তার বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়া হবে। মার্কিন কর্মকর্তারা বলছেন, এখনই সময় উত্তর কোরিয়ার বিরুদ্ধে এই রেজ্যুলুশন সক্রিয় করার। ২০০৬ সাল থেকেই জাতিসংঘের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া।

বিজ্ঞাপন
চীন এবং রাশিয়া বরাবরই উত্তর কোরিয়ার উপরে নিষেধাজ্ঞার মাত্রা কমানোর দাবি করে আসছে। দেশটির মানবিক পরিস্থিতির কথা তুলে ধরছে মস্কো এবং বেইজিং। রাশিয়া জানিয়েছে, তারা আলোচনার মধ্যদিয়ে সমাধান করতে চায়, নতুন কোনো শাস্তি তারা মানবে না। বুধবার চীনও এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে শাস্তির কথা বলছে, তা কোনো সমাধান নিয়ে আসবে না।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status