খেলা
‘বাংলাওয়াশ’ পোড়াচ্ছে ইংলিশ কোচকে
স্পোর্টস ডেস্ক
(৬ দিন আগে) ১৫ মার্চ ২০২৩, বুধবার, ২:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

‘বাংলাদেশ বনাম ইংল্যান্ড’- সিরিজ শুরুর আগে টাইগার সমর্থকরা কী ভেবেছিলেন? ঘরের মাঠে ইংলিশ বধ সম্ভব? টানা দুই হারে ওয়ানডে সিরিজ হাতছাড়া হওয়ার পরও কি প্রত্যাশা জিইয়ে ছিল কিছুটা? হয়তো, বা না! তবে ওয়ানডেতে হতাশ হলেও টি-টোয়েন্টিতে টাইগার সমর্থকদের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি। আর বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়াটা কিছুটা অপ্রত্যাশিত ইংলিশ কোচ ম্যাথু মটের কাছে। ম্যাচ শেষে তিনি জানান, দলের ব্যর্থতা পোড়াচ্ছে তাকে।
ওয়ানডে দিয়ে বাংলাদেশ সফর শুরু করে ইংল্যান্ড। মিরপুরে অনুষ্ঠিত সিরিজের প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নেয় ইংলিশরা। তৃতীয় ম্যাচ হয় চট্টগ্রামে। সেই থেকে শুরু বাংলাদেশের জয়রথ। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে শেষ করে চট্টগ্রামেই প্রথম টি-টোয়েন্টি জিতে নেয় টাইগাররা। এরপর মিরপুরে সিরিজের বাকি দুই ম্যাচ জিতে ইংলিশদের ধবলধোলাই করে সাকিব আল হাসানের দল। বৃটিশ ব্রডকাস্টার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইংলিশ কোচ ম্যাথু মট বলেন, ‘হারটা পোড়াচ্ছে। ভালোভাবেই পোড়াচ্ছে।
বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে ছাড়া বাংলাদেশ সফর করেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য টাইগারদের বিপক্ষে খেলেননি বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক এবং অ্যালেক্স হেলসের মতো তারকারা। ম্যাথু মটের ভাষ্য, ঠাসা সূচিতেও ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার সিদ্ধান্তটা ভুল ছিল। তিনি বলেন, ‘আমরা বুঝতে পেরেছিলাম, অন্য ক্রিকেটারদের চাপের মধ্যেও পারফর্ম করানোটা ভালো হবে। এখন ভুল থেকে শিক্ষা নেয়াটা জরুরি। আমি নিশ্চিত, আমরা এর মধ্য দিয়ে সঠিক সিদ্ধান্তটাই নিতে পারব।’
তৃতীয় টি-টোয়েন্টিতে ইংলিশ ফিল্ডারদের পারফরম্যান্সের সমালোচনা করে ম্যাথু মট বলেন, ‘আমাদের প্রথম ১৫ ওভারের ফিল্ডিং প্রত্যাশিত মানের ধারেকাছেও ছিল না। আমরা একটি শক্তিশালী স্বাগতিক দলের বিপক্ষে খেলেছি। তবে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। ছেলেরা প্রত্যেকে আত্মবিশ্বাসী ছিল। কিন্তু কোনো কারণে আমাদের কোচিং এবং গ্রাউন্ড ফিল্ডিং- দুটোই বাজে হয়েছে।’