ভারত
দিল্লিতে অনুব্রতকে জেরায় উঠে এলো একশ সম্পত্তির হদিস
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ সপ্তাহ আগে) ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫০ অপরাহ্ন

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডি’র জেরায় প্রায় একশ সম্পত্তির হদিস মিললো তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত মন্ডলের। বৃহস্পতিবার সকালে টানা জেরায় অনুব্রত জানান, তার বিভিন্ন সম্পত্তির কথা। যদিও তিনি জানান যে, এই সম্পত্তি করেছেন বৈধ উপায়ে। ইডি বারবার তার কাছে জানতে চায়- গরু পাচারের টাকা কোন প্রভাবশালীর কাছে গেছে। তারা এই কথাও জানায় যে, গরু পাচারের প্রধান ছিল এনামুল হক। তার সঙ্গে অনুব্রতর যোগাযোগের মাধ্যম ছিলেন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন। অনুব্রতর কন্যা সুকন্যা মন্ডল এবং হিসাবরক্ষক মনীশ কোঠারিকে জেরা করে ইডি অনেক তথ্য পেয়েছে বলে জানায়। এই চারজনই গরু পাচারে অনুব্রতর প্রধান সহকারী ছিল বলে ইডি জানিয়েছে। অনুব্রতর যে সম্পত্তি ও জায়গা জিরাত-এর সন্ধান মিলেছে তার অংশীদার কন্যা সুকন্যা মন্ডল। বৃহস্পতিবার জেরায় অনুব্রত সুকন্যার ৫৭ কোটি টাকার সম্পদের কথা উল্লেখ করেছেন।