ভারত
পাঁজরে গুরুতর চোট, শ্যুটিং বন্ধ, মুম্বই ফিরলেন অমিতাভ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৬ মার্চ ২০২৩, সোমবার, ৪:১৭ অপরাহ্ন
হয়দরাবাদে প্রজেক্ট ছবির শ্যুটিং চলাকালে পাঁজরে আঘাত পেয়েছেন অমিতাভ বচ্চন। প্রজেক্ট ছবির শ্যুটিং বন্ধ রেখে মুম্বই ফিরে এসেছেন তিনি। অমিতাভের বুকের পাঁজরের একটি অস্থি ভেঙেছে। প্লাস্টার করা হয়েছে জায়গাটির। অমিতাভকে প্রথমে হায়দরাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে মুম্বই আনা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অমিতাভের জীবনের আশংকা নেই। তবে, বেশ কিছুদিন শ্যুটিংয়ে অংশ নিতে পারবেন না তিনি। অমিতাভ নিজের ব্লগে এই চোটের কথা জানিয়ে বলেছেন, তরুণাস্তি ভেঙেছে। আপাতত বিশ্রামে আছি।
উল্লেখযোগ্য, বেঙ্গালুরুতে আশির দশকের গোড়ায় কুলি ছবির শ্যুটিংয়ে গিয়ে অমিতাভ পুনীত ইশারের ঘুষিতে চোট পান। সেই সময় তার জীবন সংশয় হয়েছিল। ক্যারিয়ারের শেষ দিকে আবার চোট পেলেন। অমিতাভ শ্যুটিংয়ে না থাকায় বলিউডের ক্ষতি হবে কয়েকশ কোটি টাকা।