ভারত
ভারতে লিভ টুগেদারকে আইনি স্বীকৃতির আর্জি সুপ্রিম কোর্টে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ১ মার্চ ২০২৩, বুধবার, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫১ অপরাহ্ন

বিয়ের মতোই লিভ ইন সম্পর্ককে রেজিস্ট্রির আওতায় আনা হোক- ভারতের সুপ্রিম কোর্টে এই মর্মে একটি আর্জি রীতিমতো হইচই ফেলে দিয়েছে। ভারতে কোনও বিবাহই স্বীকৃত নয়, যদি না তা রেজিস্ট্রি করা হয়। মমতা রানি নামে এক নারী সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থের মামলা এনেছেন যে ঠিক বিয়ের মতো রেজিস্ট্রি করা হোক লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে। সম্প্রতি লিভ ইন সম্পর্কে থাকা শ্রদ্ধা ওয়ালাকারের খুনের ঘটনাকে কেন্দ্র করে মমতা রানি এই আবেদন জানিয়েছেন। আবেদনে তিনি বলেছেন, শুধু শ্রদ্ধা ওয়ালাকার নয়, ভারতে লিভ ইন-এ থাকা অসংখ্য নারী নিরাপত্তাহীনতায় ভুগছেন। শুধু তাই নয়, পুরুষদের বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ আনা হচ্ছে। এগুলো বন্ধ হতে পারে কেবলমাত্র লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে নথিভুক্তিকরণের ব্যবস্থা থাকলে। অর্থাৎ লিভ ইন-এ থাকা নারীকে অবাধে হত্যা করার প্রবণতা কমবে। কমে যাবে দীর্ঘদিন লিভ ইন করার পর পার্টনার পুরুষকে ধর্ষণের দায়ে অভিযুক্ত করার প্রবণতাও। মমতা রানি তার আবেদনে এই কথাও জানিয়েছেন যে, লিভ ইন সম্পর্কে থাকা যুগলের যাবতীয় বিবরণ নথিভুক্ত থাকলে প্রশাসনেরও সুবিধা হবে।