ভারত
সমকামী বিয়ের স্বীকৃতির দাবিতে মামলা, শুনানি আজ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৯ পূর্বাহ্ন

ভারতীয় সুপ্রিম কোর্ট কি কোনও যুগান্তকারী রায় দেবে? ভারতীয় আইনে সমকামী বিবাহ কি বৈধতা পাবে? সোমবার বিকেলের মধ্যে এই প্রশ্নের উত্তর মিললেও মিলতে পারে। কারণ, আজ দ্বিতীয়ার্ধে সুপ্রিম কোর্টে উঠছে সমকামী বিবাহের অধিকার চেয়ে এক গুচ্ছ মামলা। সুপ্রিম কোর্ট ২০১৮ সালে ৩৭৭ ধারা বিলোপ করে সমকাম যে অপরাধ নয় তা প্রতিষ্ঠা করে। কিন্তু, সমকামিদের বিবাহের অধিকার নতুন আইন দেয়নি। আমেরিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সমেত বিশ্বের ৩৩টি উন্নত দেশে সমকামে বিবাহ আইনসিদ্ধ। এশিয়ায় একমাত্র তাইওয়ানে এই ধরনের বিয়ে আইনসম্মত। ফলে, ভারতে এখনও একজন ছেলে অন্য ছেলেকে কিংবা একজন মেয়ে অন্য মেয়েকে বিয়ে করতে পারে না। সেই অধিকারের দাবিতেই সুপ্রিম কোর্টে আজ মামলা। বিয়ে যেহেতু এখনও স্বীকৃত নয়, তাই এই ধরনের সম্পর্কিতরা লিভ টুগেদার করছেন। সমাজ এঁদের বক্র চোখে দেখছে।