খেলা
ফটোসেশনে কেন নেই ঢাকার কোচ ভাস
স্পোর্টস রিপোর্টার
৮ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার
শেষ ম্যাচের আগে ঢাকা ডমিনেটর্সে ফের অসন্তোষ দেখা দেয়। আগের রাতেই গুঞ্জন ছিল দলটির ক্রিকেটাররা চলতি আসরে নিজেদের শেষ ম্যাচ খেলতে চান না। তবে চট্টগ্রামের বিপক্ষে মাঠে আসেন তারা। কিন্তু শুরুতেই তৈরি হয় জটিলতা। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) বাইলজ অনুযায়ী কমপক্ষে দু’জন বিদেশি ক্রিকেটার খেলানোর কথা থাকলেও তারা একাদশে নাম দিয়েছিলেন একজনের। পরে অবশ্য ম্যাচ রেফারির আপত্তিতে দুই জনের নাম দেন। তা নাহলে ফিল্ডিং করতে হতো ১০ জনের। চট্টগ্রামের ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারা হারে ১৫ রানে। এরপরই তাদের অফিসিয়াল ফটোসেশন শুরু হয়। যা করার কথা ছিল ম্যাচের পূর্বেই।
বিজ্ঞাপন