ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

অনলাইন

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব বিশ্বের ‘বৃহত্তর যুদ্ধের’ দিকে যাচ্ছে, আশঙ্কা জাতিসংঘের

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১১:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫৫ পূর্বাহ্ন

mzamin

রাশিয়া-ইউক্রেন সংঘাত ক্রমেই বৃহত্তর যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস। সেক্রেটারি জেনারেল জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার আগ্রাসন, জলবায়ু সংকট এবং চরম দারিদ্র্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি বক্তৃতায় বিষয়গুলি তুলে ধরেন। নিউইয়র্কে তিনি কূটনীতিকদের বলেন, ''আমরা ২০২৩ শুরু করেছি একাধিক চ্যালেঞ্জকে সামনে রেখে। গুতেরেস উল্লেখ করেছেন যে শীর্ষস্থানীয় বিজ্ঞানী এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা 'ডুমসডে ক্লক'-কে গত মাসে মধ্যরাত থেকে মাত্র ৯০ সেকেন্ডে স্থানান্তরিত করেছিলেন, এটি মানবতার ধ্বংসের সংকেত দেওয়ার সবচেয়ে কাছাকাছি ছিল। মহাসচিব এটাকে সতর্ক সংকেত হিসেবে উল্লেখ করে জানিয়েছেন- ''আমাদের ঘুম থেকে উঠতে হবে এবং কাজ করতে হবে। ''তালিকার শীর্ষে ছিল ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, যা এক বছরে পা দিতে চলেছে। তিনি বলেন-''শান্তির সম্ভাবনা ক্রমাগত হ্রাস পাচ্ছে। উত্তেজনা এবং রক্তপাতের সম্ভাবনা বাড়ছে। আমি আশঙ্কা করছি যে বিশ্ব একটি বৃহত্তর যুদ্ধের দিকে ঝুঁকছে।

বিজ্ঞাপন
''গুতেরেস ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত থেকে আফগানিস্তান, মায়ানমার, সাহেল এবং হাইতিতে শান্তির কথা উল্লেখ করেছেন। তাঁর মতে, ''যদি প্রতিটি দেশ জাতিসংঘ সনদের অধীনে তাদের দায়িত্ব পূরণ করে, তবে শান্তির অধিকার নিশ্চিত হবে। এখন সময় এসেছে মানবাধিকার এবং মর্যাদাকে প্রথমে রেখে, প্রতিরোধকে হৃদয়ে রেখে শান্তির প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ  গ্রহণ করা।'' গুতেরেস  রাজনৈতিক ও ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণকারীদের  দৃষ্টিভঙ্গির নিন্দা করেছেন। ভোট এবং তার মাধ্যমে নিজের ক্ষমতা আঁকড়ে ধরার রাজনৈতিক কৌশলের সমালোচনা করেছেন। ভবিষ্যত প্রজন্মের কথা মাথায় রেখে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে মহাসচিব বিশ্বব্যাপী অর্থনৈতিক কাঠামোকে  "আমূল রূপান্তর" করার  আহ্বান জানিয়েছেন। গুতেরেস বলেছেন, ''আমাদের অর্থনৈতিক  ব্যবস্থায় কিছু মৌলিক ভুল আছে।  দারিদ্র্য ও ক্ষুধা বৃদ্ধি, ধনী ও দরিদ্রের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান এবং উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা এর জন্য দায়ী । মৌলিক সংস্কার ছাড়া বিশ্বের দক্ষিণের দেশগুলি হয়তো টুকরো টুকরো হয়ে যাবে।”

সূত্র : দা গার্ডিয়ান

 

পাঠকের মতামত

আজ অবধি যুদ্ধ মানুষকে অশান্তি ছাড়া কিছুই দেয়নি। কারণে অকারণে যুদ্ধ নামক দানব সবাইকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। জাতিসংঘ মহাসচিব শুধু মাত্র মনে করিয়ে দিয়েছেন। ধন্যবাদ।

Anwarul Azam
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১০:৪৭ পূর্বাহ্ন

যুদ্ধ যতদিন টিকিয়ে রাখা যাবে ততদিন উচ্চ দামের ব্যবসা জমজমাট রাখা যাবে।

শাজিদ
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৫:৪৭ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status