অনলাইন
রোহিঙ্গা ক্যাম্পের পথে বেলজিয়ামের রানি
স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
(১ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৪ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে ম্যারি ক্রিস্টিন। আজ (৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে বেসরকারি একটি এয়ারলাইন্সে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে সড়ক পথে সরাসরি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রওনা দিয়েছেন।
জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ‘অ্যাডভোকেটের’ হিসেবে রানি ম্যাথিল্ডের এই বাংলাদেশ সফর। জাতিসংঘের মহাসচিবের ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন, তাদেরই একজন বেলজিয়ামের রানি।
বিমানবন্দরে বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে ম্যারি ক্রিস্টিনকে অভ্যর্থনা জানান, জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান, কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার মাহফুজুর রহমানসহ ঢাকাস্থ দূতাবাসের কর্মকর্তারা।
এর আগে গত ৩০ জানুয়ারি জারি করা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে রানি আসার কথা জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর ধারা ২ এর দফা ক’তে দেয়া ক্ষমতাবলে বেলজিয়ামের রানিকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। সফর শেষে ৮ই ফেব্রুয়ারি নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।