ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

লাখাইয়ে তহশিলদার ও ২ মুহুরির বিরুদ্ধে খাজনার টাকা আত্মসাতের অভিযোগ

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
mzamin

লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বা তহশিলদার আব্দুল কাইয়ুম, সহকারী তহশিলদার আব্দুল মালেক, লাখাই সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মঈনুল ইসলাম ও হাফিজুর রহমানের বিরুদ্ধে এক সাবেক ব্যাংকারের জমির খাজনা বাবদ ৭৫ হাজার টাকা দেয়ার নাম করে ২৩ হাজার ৩৮৬ টাকা সরকারি কোষাগারে জমা করেছেন। বাকি ৫১ হাজার ৬১৪ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।  জানা গেছে, গত ২রা জানুয়ারি মহিউদ্দিন আহমেদ মলাই তার মালিকানাধীন রাঢ়িশাল মৌজার খতিয়ান নং-৭৫৮ ও করাব মৌজার খতিয়ান নং-২২২৪ এর অন্তর্ভুক্ত জমির খাজনা পরিশোধের জন্য বুল্লা ইউনিয়ন ভূমি অফিসে গেলে তহশিলদার কাইয়ুম ও সহকারী তহশিলদার মালেক দুই খতিয়ানের খাজনা বাবদ ১ লাখ ৫৫ হাজার টাকা দাবি করেন। মহিউদ্দিন আহমেদ টাকার পরিমাণ কমানোর জন্য অনুরোধ করলে তহশিলদারদ্বয় এক টাকাও কম খাজনা দেয়া যাবে না জানান। তিনি বিষয়টি উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদের শরণাপন্ন হলে তিনি মোবাইলে তহশিলদার কাইয়ুমের সঙ্গে যোগাযোগ করলে অনলাইনে খাজনা দেয়া হয় বিধায় টাকা কমানো যাবে না বলে জানান। হতাশ হয়ে মহিউদ্দিন আহমেদ বুল্লা বাজারে রিপনের চায়ের স্টলে বসে থাকা অবস্থায় মুহুরি মঈনুল ইসলাম ও হাফিজুর রহমান খাজনার বিষয়টি তহশিলদারদের নিকট হতে অবগত হয়ে এসেছেন বলে দু’টি খতিয়ানের খাজনা ৭৫ হাজার টাকা দিয়ে পরিশোধ করা যাবে জানান। পরবর্তীতে ১১ই জানুয়ারি তহশিল অফিসে উপস্থিত হয়ে আরও কয়েকজন লোকের সামনে মহিউদ্দিন আহমেদ ৭৫ হাজার টাকা মঈনুল ও হাফিজুরের নিকট প্রদান করেন। এ সময় তহশিলদার কাইয়ুম ও সহকারী মালেক এ টাকা তাদের নিকট থেকে গ্রহণ করেন। খাজনার রশিদ পরে দেয়া হবে বলে তারা মহিউদ্দিনকে জানান। ১২ই জানুয়ারি মুহুরি মঈনুল অনলাইনে প্রদানকৃত খাজনার রশিদ মহিউদ্দিন আহমেদকে প্রদান করলে দু’টি খতিয়ানের একটিতে ২০ হাজার ৪৮৫ টাকা ও আরেকটিতে ২৯১ টাকা পরিশোধ করা হয়েছে বলে দেখতে পান।

বিজ্ঞাপন
বাকি টাকা কী হলো মহিউদ্দিন মঈনুলের নিকট জানতে চাইলে তিনি বিভিন্ন কথা ঘুরিয়ে ফিরিয়ে একপর্যায়ে বিকাল ৪টার দিকে মহিউদ্দিন আহমেদকে নিয়ে  বুল্লা তহশিল অফিসে যান। এ সময় তহশিলদার কাইয়ুম ও সহকারী তহশিলদার মালেক খাজনা পরিশোধ করে হালনাগাদ করা হয়েছে জানান। মহিউদ্দিনকে তারা হুমকি দেন এ ব্যাপারে তিনি যেন কোথাও বাড়াবাড়ি না করেন এবং বাড়াবাড়ি করলে তার খতিয়ানের কিংবা তার জমির অপূরণীয় ক্ষতি হবে বলে মহিউদ্দিনকে হুমকি দেন। এ বিষয়ে তহশিলদার আব্দুল কাইয়ুমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলা চেয়ারম্যান তার মোবাইলে কল দিয়েছিলেন ঠিকই কিন্তু কোন বিষয়ে কথা হয়েছিল সেটি মনে করতে পারছেন না। এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটির একটি অনুলিপি তিনি পেয়েছেন। জেলা প্রশাসকের নিকট থেকে তদন্তের দায়িত্ব পেলে তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status