বাংলারজমিন
তিতাসে সাবেক প্রধানমন্ত্রীর এপিএস মতিনের সংবাদ সম্মেলন
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
৭ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস-২ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব (অব.) মো. আবদুল মতিন খানের বিরুদ্ধে কুমিল্লার তিতাস ও হোমনা উপজেলার বিএনপি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আবদুল মতিন খান। গতকাল সকাল ১১টায় তার নিজ বাড়ি তিতাস উপজেলার মাছিমপুরে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে এক লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১০ই জানুয়ারি তিতাস-হোমনা উপজেলা বিএনপি ও হোমনা পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সভায় আমার বিরুদ্ধে উত্থাপিত মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ করে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক এবং আমার ভাবমূর্তি ক্ষুণ্ন ও মানহানিকর। তিনি অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অভিযোগে তারা আমাকে আওয়ামী লীগের দালাল, পৃষ্ঠপোষক, চোর, দুর্নীতিবাজ, প্রতারক, হত্যাকারী, ১/১১ এর সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে গাদ্দারি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি দিয়ে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দলের নেতা-নেত্রীকে অবমাননা করেছি, চাকরি করাকালীন সময় ঘুষ, দুর্নীতি করে অঢেল অবৈধ সম্পদের মালিক হয়েছি ও বিএনপি’র ভাবমূর্তি নষ্ট করেছি সহ নানা অভিযোগ তুলে ধরেন। অথচ আমি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এপিএস-২ হিসেবে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। ২০০৬ সালের অক্টোবর মাসে আমি উপ-সচিব হই। উপ-সচিব হওয়ার এক মাস পরই আওয়ামী লীগ সরকার ওএসডি করে। ১৪ বছর ওএসডি থেকে ২০২০ সালের জুন মাসে উপ-সচিব হিসেবেই আমি অবসরপ্রাপ্ত হই। ১৪ বছর ওএসডি এযাবৎকালে ইতিহাসের দীর্ঘতম ওএসডি। এ ছাড়াও আওয়ামী লীগ সরকার বিএনপিমনা অফিসার হিসেবে আমার বিরুদ্ধে ২টি মামালা দায়ের করে।