ঢাকা, ২২ মার্চ ২০২৩, বুধবার, ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৯ শাবান ১৪৪৪ হিঃ

খেলা

রোনালদোর কারণে ভুগছে আল নাসর!

স্পোর্টস ডেস্ক

(১ মাস আগে) ৬ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ৩:১৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৩৫ পূর্বাহ্ন

mzamin

‘যে কোনো দলে রোনালদোর উপস্থিতি বাজে প্রভাব ফেলবে। তাকে সই করিয়ে বড় ভুল করেছে আল নাসর’। সৌদি সুপারকাপ থেকে আল নাসর এফসির বিদায়ের পর এক ম্যানইউ ভক্তের এই টুইট বার্তাটি প্রকাশ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেডভিত্তিক গণমাধ্যম ‘ম্যানচেস্টার ইভিনিং নিউজ’। ম্যাচটি হারের জন্য ক্রিস্টিয়ানোকেই দায় দিয়েছিলেন নাসর কোচ রুডি গার্সিয়া। তবে কি পর্তুগিজ সুপারস্টারকে ভিড়িয়ে সত্যিই ভুল করলো আল নাসর? রিয়াদের ক্লাবটির মিডফিল্ডার লুইস গুস্তাভো মানছেন না সে কথা। ব্রাজিলিয়ান তারকার ভাষ্য, প্রতিনিয়ত রোনালদোর কাছ থেকে শিখছেন তারা। তবে রোনালদোর উপস্থিতি আল নাসরকে ভোগাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ব্রাত্য হয়ে গত ডিসেম্বরে অ্যারাবিয়ান ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচ ব্যালন ডি’অরের মালিককে বছরে ২ হাজার কোটি টাকার বেশি পারিশ্রমিক দেবে রিয়াদের ক্লাবটি। রেকর্ডগড়া স্যালারি পেলেও নাসরের হয়ে নিজের প্রথম তিন ম্যাচে রোনালদো নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। গোল মিসের পসরা বসিয়ে পেনাল্টি থেকে মাত্র একটি গোল করতে পেরেছেন তিনি।

বিজ্ঞাপন
তাই ঘুরে ফিরে আল নাসরে রোনালদোর সংযুক্তি নিয়ে কানাঘুষা চলছেই।  

টিভি চ্যানেল আরটি অ্যারাবিককে ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুইজ গুস্তাভো জানান, রোনালদোর জন্য তাদের ম্যাচ কঠিন হয়ে পড়েছে। পর্তুগিজ সুপারস্টারকে নিয়ে অবশ্য নেতিবাচক কিছু বলেননি গুস্তাভো। তিনি বলেন, ‘রোনালদোর কারণে প্রতিপক্ষ দলগুলো আরও সতর্ক হয়ে খেলতে নামছে। তারা আমাদের মুখোমুখি হওয়ার আগে সেরা প্রস্তুতি নিয়ে রাখছে। মাঠে ২০০% উজাড় করে দিচ্ছে। এটা আমাদের ম্যাচগুলো আরও কঠিন করে তুলছে।’

রোনালদোর প্রশংসা করে গুস্তাভো বলেন, ‘তার জন্মই হয়েছে চ্যালেঞ্জ নেয়ার জন্য। সবসময় সাফল্যও পেয়ে এসেছে। সে দলের জন্য কী করতে যাচ্ছে, সবাই তা দেখার অপেক্ষায় থাকে। ওর প্রথম গোল আমাদের চাপ কমিয়েছে। কৌশলগত কিংবা শারীরিকÑ আমরা প্রতিদিন ওর কাছ থেকে কিছু না কিছু শিখছি।’ 

১৫ ম্যাচে ১০ জয় ও ১ হারে ৩৪ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লীগের শীর্ষে আল নাসর এফসি। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে আল শাবাব ও আল ইত্তিহাদ। গোল পার্থক্যে এগিয়ে থাকায় সবার ওপরে নাসর। আগামী ৯ই ফেব্রুয়ারি প্রো লীগে আল ওহদার মুখোমুখি হবে রোনালদোর নাসর।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status