বাংলারজমিন
বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল ছেলের
ফেনী প্রতিনিধি
(১ মাস আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ১০:৪০ পূর্বাহ্ন

ফেনীতে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নাহিদুল ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এসময় তাঁর সঙ্গে থাকা আরেক বন্ধু গুরুতর আহত হয়েছে। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলার পুরাতন মুহুরীগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক রাশেদ খান চৌধুরী।
নিহত নাহিদুল ইসলাম ফেনী সদর উপজেলার মোটবী গ্রামের শ্যামাউর রশিদের ছেলে ও স্থানীয় লস্করহাট এস সিলাহা ইনস্টিটিউটের এসএসসি পরীক্ষার্থী ছিল।
নিহতের চাচা ও স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ বলেন, শনিবার বিকেলে ভাতিজা নাহিদুল ইসলাম ও তার এক বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। ঘোরা শেষে নাহিদ মোটরসাইকেল চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে মুহুরীগঞ্জ এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে মাথায় গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের দুইজনকে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাজন্য নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থাআশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দু'জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাতে নাহিদের মৃত্যু হয়। অপরজনকে হাসপাতালে ভর্তি করাহয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ পরিদর্শক রাশেদ খান চৌধুরী আরও জানান, নিহত শিক্ষার্থীর পরিবার ময়নাতদন্ত ছাড়াই ছেলের মরদেহ বাড়ি নিতে আগ্রহী বলে জানায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীনর রয়েছে।
।পাঠকের মতামত
তাতো হবেই। মোটরসাইকেল চালক কখনও নিরাপদ নয় ।