ঢাকা, ২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ রমজান ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

একজন মানবিক পুলিশ সদস্য জীবন মাহমুদ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
৫ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার
mzamin

জীবন মাহমুদ। বাংলাদেশ পুলিশের একজন সদস্য। ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের দফাদার বাড়ির মো. শাহাবুদ্দিনের একমাত্র সন্তান তিনি। বর্তমানে বরিশাল জেলা পুলিশের এসএফ শাখায় কর্মরত রয়েছেন জীবন মাহমুদ। পুলিশে চাকরির পাশাপাশি একজন মানবিক মানুষ হিসেবেও ইতিমধ্যে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন তিনি।
জানা যায়, দেশজুড়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হওয়া নিজ এলাকার  সহস্রাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সদস্য জীবন মাহমুদ। এমনকি সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন তিনি। ঘূর্ণিঝড়ে ঘর বিধ্বস্ত হওয়া বেশ কয়েকটি অসহায় পরিবারকে পুনর্বাসন করে দেন পুলিশ সদস্য জীবন। এ ছাড়া, গত ৫ই জানুয়ারি টাকার অভাবে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না পারা দরিদ্র পরিবারের ৩ শিক্ষার্থীকে নিজস্ব অর্থায়নে ফরম পূরণের ব্যবস্থা করে দেন পুলিশের এই মানবিক সদস্য। নিজস্ব অর্থায়নে ও বিভিন্নজনের সহযোগিতায় এ পর্যন্ত প্রায় অর্ধশত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন জীবন। বিকলঙ্গ ১১ জনকে কৃত্রিম হাত-পা লাগিয়ে দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন
বর্তমানে তার নিজস্ব অর্থায়নে ১১ জন এতিম শিশু পড়ালেখা করছেন। 
দীর্ঘদিনের মানবিক এই কাজের মাধ্যমে পুলিশ সদস্য জীবন মাহমুদ অর্ধশত অসহায় পরিবারকে কর্মসংস্থান, প্রায় অর্ধশত প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার, ৫ জন হতদরিদ্র পরিবারকে নতুন টিনসেড ঘর করে দিয়েছেন। এ ছাড়া বেওয়ারিশ লাশ দাফনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন জীবন মাহমুদ।
অন্যদিকে, চাকরির সুবাদে বরিশালে অবস্থান করায় সেখানে কোনো অসহায় রোগী চিকিৎসা করাতে না পারলে খবর পেলেই সেসব রোগীদের কাছে ছুটে যান জীবন। নিজের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সেসব রোগীদের চিকিৎসার ব্যবস্থা করিয়ে দেন তিনি। কেবল চিকিৎসা-ই নয়, তাদের ওষুধ কেনাসহ বাড়িতে পৌঁছানোর টাকা প্রদান করেন জীবন মাহমুদ। রক্তদানেও এগিয়ে রয়েছেন তিনি। এ পর্যন্ত মুমূর্ষু ১২ জন রোগীকে নিজের রক্ত উপহার দিয়েছেন তিনি। 
এ ছাড়াও, করোনাকালীন সময়ে অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন পুলিশ সদস্য জীবন মাহমুদ। সে সময় কখনো তিনি সাধারণ মানুষকে দিয়েছেন স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী, আবার কখনো অসহায়-হতদরিদ্র মানুষকে দিয়েছেন খাদ্যসামগ্রী। এভাবেই প্রতিনিয়ত অসহায় মানুষের জন্য নিরলসভাবে নিঃস্বার্থবানভাবে কাজ করে যাচ্ছেন জীবন মাহমুদ। তার এই মহান মানবিক কর্ম কেবল নিজ উপজেলা বা জেলায়-ই সীমাবদ্ধ নয়, জীবন মাহমুদের মানবিক এই কাজের বিস্তৃতি যেখানে তার অবস্থান সেখানেই।
এসব কর্মকাণ্ডের ব্যাপারে পুলিশ সদস্য জীবন মাহমুদ বলেন, মানুষের বিপদের সময় যে পাশে থাকে সে-ই প্রকৃত বন্ধু। আমি কোনো জনপ্রতিনিধি বা মহৎ ব্যক্তি হতে চাই না। আমি চাই মানুষের দুঃসময়ের বন্ধু হতে। তাই নিজের সাধ্য অনুযায়ী সব সময় চেষ্টা করি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আমি যেহেতু একজন পুলিশ সদস্য, সেক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকে যদি এ কাজের জন্য আরও বেশি উৎসাহ পাই তাহলে আশা করি আমার এই কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ পুলিশেরও সুনাম আরও অনেক বৃদ্ধি পাবে।
এদিকে সচেতন মহল মনে করছেন, পুলিশ সদস্য হয়েও সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে এভাবে নিজেকে নিয়োজিত রাখা মানবতার অনন্য দৃষ্টান্ত। যার ফলে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি অক্ষণ্ন্ন থাকবে।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক/ এবারো ভোগাতে পারে ১৩ কিলোমিটার

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status