বাংলারজমিন
মুক্তি পেলেন রাজবাড়ীর সেই রক্তকন্যা স্মৃতি
রাজবাড়ী প্রতিনিধি
৪ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগ দায়ের করা মামলায় উচ্চ আদালতের দেয়া জামিনে মুক্তি পেয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা, রাজবাড়ীর মহিলা দলের সদস্য ও রক্তকন্যা বলে পরিচিত সোনিয়া আক্তার স্মৃতি। বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজবাড়ী জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় জেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
ফেসবুকে স্মৃতির করা এক মন্তব্যের পর রাজবাড়ী সদর থানায় তার বিরুদ্ধে গত বছরের ৪ঠা অক্টোবর মামলাটি করেন জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব এবং মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফিন চৌধুরী। এরপর গত বছরের ৫ই অক্টোবর রাতে রাজবাড়ী শহরের সজ্জনকান্দার বেড়াডাঙ্গা ৩ নম্বর সড়কের ভাড়া বাসা থেকে স্মৃতিকে গ্রেপ্তার করা হয়। স্মৃতির স্বামী রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা মো. খোকন একজন প্রবাসী। গত ১৫ই জানুয়ারি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ সোনিয়া আক্তার স্মৃতির ৬ মাসের জামিনের আদেশ দেন।