খেলা
ঢাকাকে হারালেই নিশ্চিত হবে রংপুরের প্লে-অফ
স্পোর্টস রিপোর্টার
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
জমে উঠেছে চার-ছক্কার টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) নবম আসর। ইতিমধ্যে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা ও সিলেট পর্ব হয়ে আবার ঢাকায় ফিরেছে বিপিএল। সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিশ্চিত করেছে প্লে অফ। অন্যদিকে আজ ঢাকা ডিমিনেটর্সকে হারাতে পারলেই নিশ্চিত হবে রংপুর রাইডার্সের প্লে অফ। শুরুটা ভালো না হলেও শেষ ধাপে জ্বলে উঠেছে রাইডার্সরা। টানা তিন জয়ে প্লে অফ নিশ্চিতের অপেক্ষায় নুরুল হাসান সোহানের দল। রংপুর জিতলে বিপিএল’র রেস থেকে ছিটকে যাবে ঢাকা, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই তিন দলের গ্রুপপর্বের বাকি ম্যাচগুলো হবে অনুষ্ঠানিকতা মাত্র। টেবিলের চতুর্থ স্থানে থাকা রংপুরের ৮ ম্যাচে ১০ পয়েন্ট। আজ জয় পেলে তাদের পয়েন্ট হবে ১২।
বিজ্ঞাপন