ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ঢাকাকে হারালেই নিশ্চিত হবে রংপুরের প্লে-অফ

স্পোর্টস রিপোর্টার
৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার
mzamin

জমে উঠেছে চার-ছক্কার টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) নবম আসর। ইতিমধ্যে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা ও সিলেট পর্ব হয়ে আবার ঢাকায় ফিরেছে বিপিএল। সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিশ্চিত করেছে প্লে অফ। অন্যদিকে আজ ঢাকা ডিমিনেটর্সকে হারাতে পারলেই নিশ্চিত হবে রংপুর রাইডার্সের প্লে অফ। শুরুটা ভালো না হলেও শেষ ধাপে জ্বলে উঠেছে রাইডার্সরা। টানা তিন জয়ে প্লে অফ নিশ্চিতের অপেক্ষায় নুরুল হাসান সোহানের দল। রংপুর জিতলে বিপিএল’র রেস থেকে ছিটকে যাবে ঢাকা, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই তিন দলের গ্রুপপর্বের বাকি ম্যাচগুলো হবে অনুষ্ঠানিকতা মাত্র। টেবিলের চতুর্থ স্থানে থাকা রংপুরের ৮ ম্যাচে ১০ পয়েন্ট। আজ জয় পেলে তাদের পয়েন্ট হবে ১২।

বিজ্ঞাপন
১০ ম্যাচে ঢাকার ৬ পয়েন্ট। সমান ৯ ম্যাচে খুলনা ও চট্টগ্রামের পয়েন্ট মোটে ৪ করে। আজ রাতের ম্যাচে মিরপুরে ঢাকা ডমিনেটর্সের মুখোমুখি হবে রংপুর। এছাড়াও দুপুর ২টার ম্যাচে ফরচুন বরিশাল খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে।  শেষ চারের প্লে অফ নিশ্চিত করেছে মাশরাফীর সিলেট স্ট্রাইকার্স ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে। এছাড়াও সাকিবের ফরচুন বরিশাল ৯ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট ও  ইমরুলের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৯ ম্যাচে একই সমান জয়ে ১২ পয়েন্ট যোগ করেছে নিজেদের নামের পাশে। ১২ ম্যাচের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দু’টি দল প্লে অফে সুযোগ পাবে বাড়তি সুবিধার ‘কোয়ালিফায়ার-১’ ম্যাচ খেলার। যেখানে শীর্ষ দু’টি দল মুখোমুখি হবে। জয়ী দল সরাসরি উঠে যাবে ফাইনালে। হেরে যাওয়া দল এলিমিনেটর ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলে ফাইনালে ওঠার আরেকটি সুযোগ পাবে। সেই ম্যাচের কেতাবি নাম কোয়ালিফায়ার-২। এলিমিনেটর ম্যাচটি হবে পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বর দলের মাঝে। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৩২টি ম্যাচ মাঠে গড়িয়েছে। যেখানে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ডমিনেটর্স। এর মধ্যে চলতি আসরে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে ৪টি, তবে হ্যাটট্রিক কিংবা ফাইফারের দেখা পায়নি এবারের আসর। সেঞ্চুরি চারটি করেছেন বিদেশিরা। তিনটি করেছেন পাকিস্তানের আজম খান, উসমান খান ও ইফতিখার আহমেদ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের  হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস। ব্যাট হাতে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন সিলেট স্ট্রাইকার্সের নাজমুল হাসান শান্ত। তিনি ১০ ম্যাচ খেলে ৩টি অর্ধশত করে করেছেন ৩৫৬ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন। তিনি ১০ ম্যাচ খেলে দুই হাফসেঞ্চুরিতে করেছেন ৩৪০ রান। তৃতীয় স্থানে রয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি ৯ ম্যাচে তিন হাফসেঞ্চুরিতে করেছেন ৩১১ রান। ব্যাটিংয়ে দেশীয়দের জয়জয়কার হলেও বল হাতে শীর্ষ দুইয়ে পাকিস্তানের ওয়াহাব রিয়াজ ও  মোহাম্মদ আমির। ৭ ম্যাচ খেলে খুলনা টাইগার্সের বিদেশি পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ ১৩ উইকেট নিয়ে আছেন শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছেন সিলেট স্ট্রাইকার্সের পাকিস্তানের বাঁ হাতি পেসার মোহাম্মদ আমির। তিনি ১০ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছেন। ১২ উইকেট নিয়ে তৃতীয় স্থানে ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন।  অন্যদিকে ৭ দলের ৬টিতে খেলা পাকিস্তানি তারকা ক্রিকেটাররা চলে যাচ্ছেন পিএসএল খেলতে। শুধু চগ্রামের পাকিস্তানিরা যাবেন গ্রুপ পর্ব শেষ করে। যদিও সুপার ফোর নিশ্চিত করা দলগুলো এরই মধ্যে অন্যান্য দেশের তারকা ক্রিকেটারদের আনতে শুরু করেছে দলে। আসছে আন্দ্রে রাসেল ও পোলার্ডের মতো ক্রিকেটাররা।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status